Wednesday, November 12, 2025

প্রাচীনকালে হ্যাংওভার কাটানোর দাওয়াই কী? খোঁজ পেয়ে তাজ্জব গবেষকরা

Date:

Share post:

এক মাস ধরে উৎসব। এবার প্রায় শেষ লগ্নে। উৎসবের সময় খাওয়ার পাশাপাশি অনেকের ক্ষেত্রেই পানটাও একটু বেশি হয়ে যায়। ফলে দেখা দেয় হ্যাংওভার। তবে এটা আধুনিক যুগের সমস্যা নয়, এ সমস্যা অতি প্রাচীন। আর সেই সময়ও এই হ্যাংওভার (Hangover) কাটাতে বিভিন্ন পন্থা খুঁজতেন মদ্যপায়ীরা। এমনকী বাদ যেত না বিশেষ ধরনের আংটি পরাও। সম্প্রতি তেমনই এক আংটি আবিষ্কার করেছেন গবেষকরা (Researchers)।

হ্যাংওভার কাটাতে প্রাচীন রোমান যুগে এক ধরনের আংটি (Ring) ব্যবহারের প্রচলন ছিল। সাধারণত অতিধনী ও ক্ষমতাবানরাই এই ধরনের আংটি পরতেন। সোনার আংটির উপর বসানো থাকত একটি নীলা। সম্প্রতি ইজরায়েলের ইয়াভনে এলাকায় খননকার্য চলাকালীন বাইজেন্টাইন যুগের একটি মদ তৈরির কারখানার খোঁজ পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। আনুমানিক সপ্তম শতাব্দীর বলে মনে করা হচ্ছে। মনে করা হয়, সে সময়ের সবচেয়ে বড় মদ (Wine) প্রস্তুতকারী কারখানা ছিল সেটি। সেখানে সাদা একধরনের মদ তৈরি হত, যাকে স্থানীয়ভাবে বলা হত গাজা। সেখানে প্রতি বছর ৫ লক্ষ গ্যালন মদ তৈরি করা হত। বিরল আবিষ্কারে উচ্ছ্বসিত গবেষকেরা। কিন্তু তারমধ্যে আরও একটি বিরল জিনিস পেয়ে আনন্দে আত্মহারা আবিষ্কারকরা। সেটি হল সেই হ্যাংওভার কাটানোর আংটি।

সে সময় অতিরিক্ত মদ্যপানের ফলে হওয়া হ্যাংওভার কাটাতে এই আংটি ব্যবহার করতেন ধনীরা। এছাড়া যার আঙুলে এই আংটি থাকত, তিনি সমাজে সম্ভ্রান্ত মানুষ বলে গণ্য হতেন। নীলা তখনকার দিনে খুব দামি পাথর হিসাবে গণ্য না হলেও তার কদর ছিল। মদের নেশা কাটাতে সেই নীলা সোনার আংটিতে বসিয়ে তা পরতেন ধনীরা। এই আংটিতে কাজ করতো কি না তার উল্লেখ এখনও পাওয়া যায়নি। তবে অতিরিক্ত মদ্যপানের পরের দিন হ্যাংওভার যে বিব্রত করত তা স্পষ্ট এই আবিষ্কার থেকেই।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...