ডেঙ্গি আক্রান্ত অভিনেতা আবির চট্টোপাধ্যায়, বন্ধ শ্যুটিং-এর কাজ

বর্ষা পেরিয়ে গেলেও ডেঙ্গুর প্রকোপ কমছে না। উল্টে রাজ্যে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এবার ডেঙ্গিতে আক্রান্ত টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায়। কালীপুজোর দিন অর্থ্যাৎ সোমবার ডেঙ্গিতে আক্রান্ত হন তিনি। অভিনেতার পরিবারের তরফে এ খবর নিশ্চিত করা হয়েছে। এই পরিস্থিতিতে শ্যুটিং বন্ধ রয়েছে তাঁর।

আরও পড়ুন: এবার ডেঙ্গিতে আক্রান্ত সলমন খান

জনপ্রিয় অভিনেতার স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায় জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন আবির। চিকিৎসকের পরামর্শে টেস্ট করাতেই ডেঙ্গি আক্রান্তের কথা জানা যায়। আপাতত বাড়িতেই রয়েছেন আবির। চিকিৎসকের তরফে জানানো হয়েছে, অভিনেতার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।আপাতত বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে অভিনেতাকে। স্বাভাবিকভাবেই বন্ধ করতে হয়েছে শ্যুটিং-এর কাজ।

প্রসঙ্গত, এই মুহূর্তে গানের অনুষ্ঠান ‘সা রে গা মা পা’-র শো সঞ্চালনা করছেন আবির। এই পরিস্থিতিতে সুস্থ না হওয়া পর্যন্ত শ্যুটিং বন্ধ রাখতে হবে তাঁকে।

Previous articleনিয়ন্ত্রণরেখা টপকে ভারতে অনুপ্রবেশের ছক বানচাল! কুপওয়াড়ায় নিকেশ জ*ঙ্গি
Next articleপ্রাচীনকালে হ্যাংওভার কাটানোর দাওয়াই কী? খোঁজ পেয়ে তাজ্জব গবেষকরা