Sunday, November 9, 2025

স্কুলে স্কুলে পড়ুয়াদের পার্লামেন্ট ! নয়া গাইডলাইন জারি শিক্ষা দফতরের

Date:

Share post:

নতুন ক্লাসে উঠলেই স্কুলে স্কুলে গ্রাজুয়েশন সেরেমনি (Graduation Ceremony) পালনের খবর আগেই পৌঁছেছিল। এবার সেই সুখবরের তালিকায় যুক্ত হল নয়া গাইডলাইন (New Guidelines) । এবার রাজ্য জুড়ে স্কুলে স্কুলে ‘শিশু সংসদ’ (Children’s Parliament) তৈরির কথা ঘোষণা করল রাজ্য স্কুল শিক্ষা দফতর (Department of School Education)।

৫ নভেম্বর নবান্নে মুখোমুখি হতে পারেন মমতা-অমিত শাহ

পড়াশনার প্রতি এবং স্কুলের প্রতি পড়ুয়াদের ঝোঁক বাড়াতে এর আগেও একাধিক পদক্ষেপ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে গ্রাজুয়েশন সেরেমনির (Graduation Ceremony) নয়া নির্দেশিকা। মঙ্গলবার এই খবর প্রকাশ্যে আসার পর বুধবার শিশু সংসদ নিয়ে নয়া গাইড লাইন প্রকাশ। রাজ্য স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, শিশু সংসদের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা স্কুলের ম্যানেজমেন্ট, উন্নয়ন এবং সিদ্ধান্ত গ্রহণে নিজেদের মতামত জানাতে পারবে। শিশু সংসদের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে কাদের ভবিষ্যতে নেতৃত্ব দানের ক্ষমতা রয়েছে সেটাও বোঝা যাবে। যা কিনা ভবিষ্যতে রাজ্যের জন্য বেশ মূল্যবান বলেই প্রমাণিত হবে বলে বিশ্বাস শিক্ষা দফতরের। যত দ্রুত সম্ভব এই নির্দেশিকা স্কুলে পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে। ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত ছাত্রছাত্রীরা এই শিশু সংসদে যোগ দিতে পারবেন। শিশু সংসদে স্বাস্থ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, খাদ্য মন্ত্রীর মতো পদও রাখা হবে। শিশু সংসদের সভাপতি হবে স্কুলের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এই শিশু সংসদের কী কাজ হবে স্কুলে স্কুলে তার জন্য আট দফা গাইডলাইন দেওয়া হবে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে।

প্রসঙ্গত শিক্ষা দফতরের তরফে যে ১৩ দফা গাইডলাইন পাঠানো হয়েছে সেখানে পড়ুয়াদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের সম্পর্ক নিবিড় করার দিকেই বেশি জোর দেওয়া হয়েছে। সেখানে স্কুলের বিভিন্ন কাজকর্মের সঙ্গে ছাত্র শিক্ষক বন্ধনকে মজবুত করার কথাও স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে। শিক্ষাবিদদের একাংশ মনে করছেন এই অভিনব উদ্যোগে রাজ্যজুড়ে শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে পড়ুয়া সহ অভিভাবকদেরও।

 

spot_img

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...