Saturday, November 8, 2025

এবারও  চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে যেতে পারল না বার্সেলোনা !

Date:

Share post:

গত বছরের মতো এই বছরেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে কোয়ালিফাই করতে পারল না বার্সেলোনা। বুধবার রাতে  নিজেদের মাঠে ০-৩ গোলে হেরে গেল বায়ার্ন মিউনিখের কাছে। তবে মাঠে নামার আগেই বার্সার ফুটবলাররা জেনে যান তাদের এবারও নক আউটে যাওয়া হচ্ছে না। কারণ গ্রুপের অন্য দল ইন্টার মিলান ৪-০ গোলে হারিয়ে দিয়েছে ভিক্টোরিয়া প্লাজেনকে। এর পর বাকি দুটি ম্যাচ জিতলেও বার্সার পক্ষে প্রি কোয়ার্টার ফাইনালে যাওয়া সম্ভব হত না। বার্সা পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। শেষ বার জিতেছিল ২০১৫ সালে। তখন লিওনেল মেসি ছিলেন বার্সায়। ২০২১ সালে মেসি বার্সা ছেড়ে চলে গেছেন প্যারিস সাঁ জামাঁতে। তার পর থেকে বার্সা আর চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে যাতে পারল না। এখন তাদের খেলতে হবে ইউরোপা লিগে।

বুধবার বার্সার বিরুদ্ধে মাত্র দশ মিনিটের মাথায় গোল করে বায়ার্নকে এগিয়ে দেন সাদিও মানে। এর পর ৩১ মিনিটে ২-০ করেন চুপো মোতিং। সংযুক্ত সময়ের পাঁচ মিনিটের মাথায় বার্সার কফিনে শেষ পেরেকটি মারেন বেঞ্জামিন পাভার্ড। গত মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে চূড়ান্ত ব্যর্থতার পর বার্সা এই বছর অনেক ইউরো খরচ করে বায়ার্ন মিউনিখ থেকে তুলে নিয়ে এসেছিল রবার্ট লেয়নডস্কিকে। কিন্তু পোল্যান্ডের অধিনায়ক লেয়নডস্কি দুটো ম্যাচেই তাঁর পুরনো ক্লাবের বিরুদ্ধে ব্যর্থ। বায়ার্নের বিরুদ্ধে তিনি গোল করতে পারলেন না মিউনিখে এবং বার্সেলোনায়। তাঁর এই ব্যর্থতা চোখে পড়ার মতো।

বার্সার কোচ কিংবদন্তী জাভি তাঁর দলের ব্যর্থতার কথা মেনে নিয়ে বলেছেন, “আমরা একেবারেই খেলতে পারিনি। বায়ার্ন অনেক ভাল খেলেছে। তবে মরসুম এখনও শেষ হয়নি। আরও অনেকগুলো টুর্নামেন্ট আছে। সেগুলোতে ভাল করে খেলতে হবে।” লা লিগায় এখন বার্সা আছে দু নম্বরে। এক নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। তবে বার্সার পক্ষে চ্যাম্পিয়ন হওয়া মুশকিল। গত কালের অন্য ম্যাচে লিভারপুল ৩-০ গোলে হারিয়ে দিয়েছে আয়াখসকে। গত বারের রানার্স লিভারপুলের হয়ে গোল করেন মহম্মদ সালাহ, ডেভিড নুনেজ এবং হ্যারি এলিয়ট। অন্য ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং লেভারকুসেনের ম্যাচ শেষ হয়েছে ২-২ গোলে। টটেনহ্যাম হসপার এবং স্পোর্টিং লিসবনের ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে।

spot_img

Related articles

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...