Thursday, December 25, 2025

ভারতীয় নোটে লক্ষ্মী-গণেশের ছবি চাই! ফের প্রধানমন্ত্রীকে চিঠি কেজরিওয়ালের

Date:

Share post:

ঈশ্বরের আশীর্বাদ পেতে এবং ভারতের অর্থনৈতিক অবস্থার সমৃদ্ধি ঘটাতে নতুন নোটে ছাপাতেই হবে লক্ষ্মী-গণেশের ছবি। শুক্রবার একই দাবিতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) চিঠি দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। কেজরি এদিন প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানান, ভারতের ১৩০ কোটি মানুষই চাইছেন নতুন ভারতীয় নোটে থাকুক দেবদেবীর ছবি। শুক্রবারে সকালে নরেন্দ্র মোদিকে লেখা চিঠিটি টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। চিঠিতে কেজরি লিখেছেন, দেশের ১৩০ কোটি মানুষের ইচ্ছা ভারতীয় মুদ্রার একপিঠে থাক মহত্মা গান্ধী (Mahatma Gandhi) এবং অপরদিকে থাকুক লক্ষ্মী-গণেশের ছবি। তিনি প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে আরও জানিয়েছেন, আজ ভারতের অর্থনীতি (Indian Economy) সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। স্বাধীনতার ৭৫ বছর পরও ভারতকে গরিব উন্নয়নশীল দেশের মধ্যে ধরা হয়। কেজরি জানিয়েছেন, এ কথা ঠিক যে অর্থনীতিতে পরিবর্তন আনতে গেলে নাগরিকদের কঠোর পরিশ্রম করতে হবে। কিন্তু একই সঙ্গে আমাদের ঈশ্বরের আশীর্বাদও প্রয়োজন।

আপ সুপ্রিমো জানিয়েছেন, তাঁর এই নতুন প্রস্তাবে মানুষ ভীষণ উৎসাহী। সাধারণ নাগরিকরাই চাইছেন দ্রুত এই প্রস্তাব কার্যকর হোক। একই সঙ্গে তিনি জানান, রাতারাতি সব নোট বদলে ফেলার পক্ষপাতী নন তিনি। অন্তত প্রতিমাসে যে নতুন নোটগুলি রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) ছাপে, সেগুলিতে লক্ষ্মী-গণেশের ছবি ব্যবহার করা হোক।

তবে কেজরিওয়ালের এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিজেপি ও কংগ্রেস। অন্যদিকে বৃহস্পতিবারই অরবিন্দ কেজরিওয়ালের পাল্টা দিয়ে ভারতীয় নোটে ছত্রপতি শিবাজির (Chhatrapati Shivaji) ছবি ছাপানোর নিদান দিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি নেতা নীতীশ রাণে। পাশাপাশি অপর এক বিজেপি নেতা রাম কদম আবার নোটে শিবাজি মহারাজ, নরেন্দ্র মোদি ও বি আর আম্বেদকর ও সাভারকরের ছবি ছাপানোর পরামর্শ দিয়েছেন।

spot_img

Related articles

ইকো পার্ক থেকে চিড়িয়াখানা, বড়দিনে শহর জুড়ে বিনোদন পার্কে উপচে পড়া ভিড়

ক্রিসমাসের আনন্দে (Christmas Celebration) মেতে উঠেছে বাংলা। জেলা থেকে রাজ্য সর্বত্র একই ছবি। শীতকালীন উৎসবের মরশুমে কলকাতার বিনোদন...

কনিষ্ঠকন্যার পর আগুনে ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠকন্যারও

দিন কয়েক আগে বাংলাদেশে (Bangladesh) উন্মত্ত জনতার রোষে আগুনে ঝলসে মৃত্যু হয় বিএনপি নেতার সাত বছরের শিশুকন্যার। বুধবার...

পার্ক স্ট্রিটকে টক্কর দিঘার! বড়দিনে আলো আর লেজার শো-তে জমজমাট সৈকত শহর

বড়দিন মানেই আনন্দ। পার্ক স্ট্রিটের (Park Street) আলোকসজ্জা। পিকনিক। চিড়িয়াখানায় হুল্লোড়। তবে এবার তিলোত্তমাকে (Kolkata) রীতিমতো টক্কর দিচ্ছে...

বাংলাদেশে ফিরল তারেক-কন্যার পোষ্য ‘জেবু’

প্রায় ১৭ বছর পর নির্বাসিত জীবন কাটিয়ে নিজের বাংলাদেশে (Bangladesh) ফিরেছেন BBP চেয়ারম্যান তারেক রহমান (Tarek Rahman)। তারেকের...