Saturday, August 23, 2025

১ নভেম্বর থেকেই ফের শুরু দুয়ারে সরকার! মিলবে আরও দুটি নতুন পরিষেবা

Date:

Share post:

আগামী মঙ্গলবার অর্থাৎ ১ নভেম্বর থেকেই ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp)। রাজ্য সরকার আগেভাগেই জানিয়েছিল, এই ক্যাম্পগুলি থেকে মিলবে ২৫ রকমের পরিষেবা। তবে শুক্রবার নবান্নের (Nabanna) এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল, দুয়ারে সরকার ক্যাম্পে এবার থেকে আরও দুটি বাড়তি পরিষেবা মিলবে। যেমন এবার থেকে দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে জমির জন্য পাট্টার আবেদন করা যাবে। এছাড়া দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থায় নতুন সংযোগের জন্য আবেদন কিংবা বকেয়া বিল পরিশোধ করতে পারবেন ইচ্ছুক গ্রাহকরা। সেক্ষেত্রে কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না। ৩১ ডিসেম্বরের মধ্যেই দুয়ারে সরকারের সব সুবিধা দিয়ে দিতে হবে উপভোক্তাদের, এই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে নবান্ন (Nabanna)।

উল্লেখ্য, আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে দুয়ারে সরকার। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আগে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতি শংসাপত্র, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, প্রতিবন্ধী শংসাপত্র, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কেসিসি (এগ্রিকালচার), কেসিসি (প্রাণিসম্পদ উন্নয়ন), তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও সংযুক্তিকরণ, আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ, কৃষি জমির মিউটেশন, বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্ক, কৃষি পরিকাঠামো তহবিল, মৎস্যজীবীদের নাম নথিভুক্তিকরণ এই সমস্ত পরিষেবা পেতেন সাধারণ মানুষ। তবে চলতি বছর সংযোজিত হল আরও দুটি পরিষেবা।

নবান্ন সূত্রে খবর,ইতিমধ্যে রাজ্য জুড়ে প্রায় ৫ কোটি ৬০ লক্ষ মানুষকে দুয়ারে সরকার ক্যাম্পগুলির মাধ্যমে সুবিধা দেওয়া হয়েছে ৷ দুয়ারে সরকারের শিবিরের পাশাপাশি পাড়ায় সমাধানের শিবিরও চলবে, তা ইতিমধ্যেই জানিয়েছে নবান্ন। এদিকে আগামী বছরের পঞ্চায়েত নির্বাচনের আগে এটিই শেষ দুয়ারে সরকারের ক্যাম্প ৷

spot_img

Related articles

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক

তাঁর অপরাধ কী? তিনি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন। তাই রাস্তায়...

কাদের নিয়ে দুর্নীতি থামাবেন: বিজেপির চার মহারথীর তথ্য তুলে তুলোধনা তৃণমূলের

দুর্নীতি দমনে মোদির মিথ্যাচার বারবার ফাঁস করেছে তৃণমূলই। অথচ বারবার বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে অন্য দলের নেতারা যেভাবে...

কালা আইনের জন্য JPC একটা নাটক: তৃণমূলের কেউ থাকবে না কমিটিতে

তৃতীয় মোদি সরকারের জমানায় যতগুলি আইন পাশের জন্য বিল এসেছে, বিরোধীদের চাপে পড়ে সেগুলি সংসদের যৌথ সংসদীয় কমিটিতে...

অসুস্থ রুক্মিণী, পাশে নেই দেব !

ভালো নেই টলিউডের 'বিনোদিনী'(Binodini)। গ্ল্যামার হারিয়ে চোখে মুখে শুধুই অসুস্থতার ছাপ। দশ বছর আগের ছবি মুক্তি ঘিরে প্রাক্তনের...