Tuesday, November 4, 2025

ছটপুজোর প্রসাদ তৈরির সময় বিপত্তি! বিহারে সিলিন্ডার বিস্ফো*রণে জখম কমপক্ষে ৩০

Date:

Share post:

ছটপুজো (Chhath Puja) রাজ্যের অন্যতম বিশেষ অনুষ্ঠান। আর সেই পুজো উপলক্ষে জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। চলছে একাধিক নিয়ম পালন। ছটপুজোর অনুষ্ঠান পালন করতে গিয়ে ব্যাপক অগ্নিকাণ্ড বিহারের ঔরঙ্গাবাদে (Aurangabad)। শনিবার গ্যাস সিলিন্ডার বিস্ফো*রণে কমপক্ষে ৩০ জন গুরুতর আহত হয়েছেন। এদিকে উদ্ধারকার্যে গিয়ে অগ্নিদগ্ধ হন ৭ পুলিশ কর্মীও। মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। মুহূর্তের মধ্যে আনন্দ বিষাদে পরিণত হয়। আহতদের সবাইকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন সকলেই বিপদমুক্ত কিন্তু ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর জেলা প্রশাসনের তরফে, অনুষ্ঠানের দিনগুলিতে জনগণকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে ঔরঙ্গাবাদের শাহগঞ্জ এলাকায়। পুলিশ সূত্রে খবর স্থানীয় বাসিন্দা অনিল গোস্বামীর বাড়িতে মহিলারা ছট প্রসাদ তৈরি করছিলেন। রবিবার ছট পুজোর ভোরে সূর্য প্রণামের পর যে প্রসাদ নিবেদন করা হবে তার জন্যই চলছিল রান্না। হঠাৎ করেই সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে ঘরে আগুন ধরে যায়। আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজনও ছুটে আসেন। এদিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে হাত লাগায় পুলিশ (Police) ও দমকল বাহিনী (Fire Brigade)। সেই সময় ৭ পুলিশকর্মীও অগ্নিদগ্ধ হন বলে খবর।

তবে অন্য একটি সূত্রের দাবি, শর্টসার্কিট (Short Circuit) থেকেই এদিন আগুন লেগে যায়। এই বিষয়ে সিটি থানার সাব ইন্সপেক্টর জানান, এখনও পর্যন্ত আগুন লাগার কারণ পরিষ্কার ভাবে জানা যায়নি। কিন্তু, বাড়ির মালিক অনিল গোস্বামী জানিয়েছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই ওই অগ্নিকাণ্ড ঘটেছে। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত (Investigation) শুরু করছে।

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...