Saturday, August 23, 2025

ভোটের মুখে গুজরাটে নয়া চমক বিজেপির, ‘অভিন্ন দেওয়ানি বিধি’ প্রণয়নের লক্ষ্যে কমিটি গঠন

Date:

Share post:

উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের পর এবার ভোটের আগে গুজরাটে(Gujarat) পুরনো অস্ত্র নিয়ে মাঠে নামতে চাইছে গেরুয়া শিবির। মোদির নিজের রাজ্য গুজরাটে এবার চালু হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি(uniform civil code)। অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়ন নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নিল গুজরাটের বিজেপি(BJP) সরকার।

শনিবার গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সংঘাভি ঘোষণা করেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে আজ রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন (গুজরাটের) মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির প্রণয়নের জন্য একটি কমিটির গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” জানা যাচ্ছে, হাইকোর্টের প্রধান বিচারপতি তত্ত্বাবধানে গঠিত হবে এই কমিটি যার কাজ হবে অভিন্ন দেওয়ানি বিধি কিভাবে কার্যকর করা যায় এবং নয়া এই বিধি কার্যকর করলে তার প্রভাব কি হতে পারে তা পর্যালোচনা করা।

এ প্রসঙ্গে বিজেপির দাবি, এই নীতি কার্যকর হলে সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে লিঙ্গ বৈষম্য দূর হবে মহিলারা শক্তিশালী হবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবিধানের মূলভাবধারা বজায় থাকবে। তবে বিরোধী শিবিরের মতে, গুজরাটে নিশ্চিত হাড় বুঝতে পেরেই এবার হিন্দুত্বের জিগির তুলতে শুরু করেছে বিজেপি। রাজনৈতিক মহলের দাবি, আসন্ন বিধানসভা ভোটের আগে নিজেদের ভোটব্যাঙ্ক মজবুত করতে সেই সিদ্ধান্ত। যা বিজেপির প্রচারের বড় হাতিয়ার হয়ে উঠতে পারে। এখানে ভোটের নির্ঘণ্ট আগামী সপ্তাহেই ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন মিটে গেলেই গুজরাটে ভোট হবে। উল্লেখ্য, গুজরাটের পাশাপাশি বিজেপি শাসিত হিমাচল ও উত্তরাখণ্ড অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের ঘোষণা করেছে।

spot_img

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...