Monday, January 12, 2026

সিবিআইকে দেওয়া ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করল তেলেঙ্গানা, তদন্তে প্রয়োজন সম্মতির

Date:

Share post:

রাজ্যের বিষয়ে তদন্তের ক্ষেত্রে CBI-কে দেওয়া ‘জেনারেল কনসেন্ট’  প্রত্যাহার করে নিল তেলেঙ্গানা রাজ্য সরকার (Telengana State Government) । তেলেঙ্গানা হাই কোর্টকে ( Telengana High Court) এই বিষয়ে জানিয়েছেন তেলেঙ্গানার অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল। কয়েকদিন আগেই তেলেঙ্গানায় ঘোড়া কেনাবেচা করে সরকার ফেলার চেষ্টা করছে বিজেপি। এই অভিযোগে আদালতে মামলা দায়ের হয়। সিবিআই তদন্ত দাবি করে দায়ের হওয়া মামলার শুনানিতে এ কথা জানান অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল। অভিযোগ, টিআরএস (TRS) বিধায়কদের ভাঙিয়ে সরকার ফেলার ষড়যন্ত্র করেছিল বিজেপি। এই অভিযোগে হায়দরাবাদে ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

তেলেঙ্গানায় তদন্তের ক্ষেত্রে সিবিআইকে জেনারেল কনসেন্ট অর্থাৎ আগাম সম্মতি দেওয়া ছিল। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষিতে সেই অনুমতি প্রত্যাহার করে নেওয়া হল বলে মত রাজনৈতিক মহলের।

রবিবার, সিবিআইকে (CBI) দেওয়া সম্মতি প্রত্যাহারের বিষয়ে রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে। দিল্লি পুলিশ এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট (Delhi Police Establishment Act) ১৯৪৬ অনুসারে কোনও রাজ্যে সিবিআই-এর কাজ করার ক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতি প্রয়োজন। তেলেঙ্গানার স্বরাষ্ট্রসচিব রবি গুপ্ত জানান, ২৩ সেপ্টেম্বর ২০১৬-তে তেলেঙ্গানা সরকারের জারি করা সম্মতি প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে কোনও মামলার ক্ষেত্রে তদন্তে তেলেঙ্গানা সরকারের সম্মতি নিতে হবে সিবিআইকে। তবে রাজ্য সরকার সুপারিশ প্রত্যাহারের পরেও হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের নির্দেশে তেলেঙ্গানায় তদন্ত চালাতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

spot_img

Related articles

SIR: পশ্চিমবঙ্গে খুব অদ্ভুত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে! কমিশন-সহ সবপক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জের শুনানিতে সব পক্ষের জবাব তলব করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার তৃণমূল সাংসদ...

জাতীয় যুব দিবস ২০২৬: নেতৃত্ব বিকাশ ও জাতি গঠনে যুব অংশগ্রহণে করতে MY Bharat-NSS

যুব সম্পৃক্ততা বৃহৎ পরিসরে: আমার ভারত (MY Bharat) ও জাতীয় সেবা যোজনা (NSS)-এর মতো প্ল্যাটফর্ম জেলা ও প্রাতিষ্ঠানিক...

স্বামীজির জন্মদিবসে সিমলা স্ট্রিটে তৃণমূল-বিজেপি, রাজনৈতিক সৌজন্যের ছবি

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে যুবদিবস রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর রাজ্য প্রশাসনের তরফে এই দিনটিকে মহা সমারোহে পালন...

SIR- র শুনানিতে খেলোয়াড়দের হায়রানি অব্যাহত, তলব লক্ষ্মীরতনকে

মহম্মদ শামির পর  SIR- র শুনানিতে এবার ডেকে পাঠানো হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন...