আসন্ন বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-২০ বিশ্বকাপের পরই বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সফর রয়েছে টিম ইন্ডিয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এবং একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল। ওপর দিকে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ এবং টেস্ট সিরিজ খেলবে রোহিত শর্মার।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হল প্রথম দলের অনেককেই। দলে নেই রোহিত শর্মা-বিরাট কোহলি-কে এল রাহুলরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এবং একদিনের সিরিজ দু’জন নেতা বাছল বিসিসিআই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া এবং একদিনের দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। তবে বাংলাদেশ সফরে অবশ্য পুরো দলকেই বেছে নেওয়া হয়েছে। টেস্ট এবং একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। দলে আছেন বিরাট কোহলিও। চোট সারিয়ে বাংলাদেশ সফরে ফিরছেন রবীন্দ্র জাদেজা। কিন্তু চোট এখনও সারেনি যশপ্রীত বুমরাহ। তিনি কোনও দলেই নেই।
একনজরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঋষভ পন্থ, শুভমন গিল, ঈশান কিষান, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চ্যাহাল, কুলদীপ যাদব, আরশদীপ সিং, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।

একনজরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দল: শিখর ধাওয়ান (অধিনায়ক), ঋষভ পন্থ, শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, শাহবাজ আহমেদ, যুজবেন্দ্র চ্যাহাল, কুলদীপ যাদব, আরশদীপ সিং, দীপক চাহার, কুলদীপ সেন এবং উমরান মালিক।

একনজরে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়স আইয়ার, রাহুল ত্রিপাঠী, ঋষভ পন্থ, ঈশান কিষান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, দীপক চাহার, যশ দয়াল।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব।

🚨NEWS: The All-India Senior Selection Committee has picked the squads for India’s upcoming series against New Zealand and Bangladesh.
— BCCI (@BCCI) October 31, 2022
এদিকে টি-২০ বিশ্বকাপে ২ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। তার জন্য ম্যাচের দুইদিন আগেই অ্যাডিলেডে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেটাররা।

আরও পড়ুন:মহামেডানকে সমীহ লাল-হলুদ কোচ বিনু জর্জের
