Saturday, August 23, 2025

‘খুঁড়োর কল’ নাগরিকত্ব, ভোটের আগে গুজরাটে অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত

Date:

Share post:

নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে গুজরাটে(Gujrat)। চেনো অঙ্কে স্বভূমে যাতায়াত বেড়েছে মোদি-শাহের। একেবারে কল্পতরু ভূমিকা নিয়ে গত কয়েক সপ্তাহে শুধুমাত্র গুজরাটে ৭০ হাজার কোটি টাকার প্রজেক্ট শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে গুজরাটে আপের উত্থানে যথেষ্ট চিন্তায় গেরুয়া শিবির। এহেন পরিস্থিতির মাঝে শেষ লগ্নে নয়া চাল চাললেন মোদি-শাহ। খেললেন নাগরিকত্বের তাস।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফের নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, গুজরাটে বসবাসকারী অমুসলিম শরণার্থীদের দেওয়া হবে নাগরিকত্ব। নির্দেশিকায় স্পষ্ট ভাবে বলা হয়েছে, গুজরাতের দুই জেলা মেহসানা ও আনন্দে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আগত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। তবে শুধুমাত্র অমুসলিম অর্থাৎ হিন্দু, শিখ, জৈন, খৃষ্টান, পার্সি ও বৌদ্ধ ধর্মাবলম্বী শরণার্থীদেরই এই নাগরিকত্ব দেওয়া হবে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে ২০১৯ সালে তৈরি নয়া আইন সিএএ-এর ভিত্তিতে এই নাগরিকত্ব দেওয়া হচ্ছে না। নাগরিকত্ব দেওয়া হবে ১৯৫৫ সালের সিটিজেন্স অ্যাক্ট অনুযায়ী।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গুজরাটের এই দুই জেলার জেলা শাসকদের দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভোটের আগে মোদি-শাহের এই নয়া ‘চাল’কে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিরোধীদের তরফে অভিযোগ করা হয়েছে, হার নিশ্চিত বুঝে নাগরিকত্ব দেওয়ার মাধ্যমে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। উল্লেখ্য, চলতি সপ্তাহে গুজরাটে নির্বাচনের নির্ঘণ্ট ও প্রকাশ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে তার আগে গুজরাটে দু’হাত উজাড় করে দিয়ে ভোট ভিক্ষা শুরু করেছে বিজেপি।

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...