Wednesday, December 3, 2025

বিএড, ডিএলএডে ভর্তির টাকা যেত মানিকের কাছে! বিস্ফোরক তাপস

Date:

Share post:

বুধবার ইডি(ED) দফতরে হাজিরা দেওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত বিস্ফোরণ ঘটালেন তাপস মণ্ডল(Tapas Mandal)। এদিন স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন বিএড, ডিএলএড কলেজে অফলাইন ভরতির টাকা যেত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের(Manik Bhattacharya) কাছে।

ইডির তলবে বুধবার সমস্ত রকম নথিপত্র সহ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন মানিক ঘনিষ্ঠ তাপস মন্ডল। সেখানেই সাংবাদিকরা তাপসের কাছে জানতে চান, মানিক ভট্টাচার্যের কাছে যে টাকা যেত, সে বিষয় তিনি কিছু জানেন কিনা? জবাবে তাপস মণ্ডল বলেন, “অফলাইনে ভরতির জন্য টাকা তো দিতেই হত। ছাত্র পিছু ৫ হাজার টাকা। উনি অফিসে (মহিষবাথান) লোক পাঠাতেন। ফাইল যেত। টাকা যেত।” তখন ফের প্রশ্ন করা হয়, “কে লোক পাঠাতেন?” তাপস মণ্ডলের জবাব, “মানিকবাবু।” পরের প্রশ্ন, “তাহলে কি মানিকবাবুই টাকা নিতেন?” জবাব আসে, “মানিকবাবু যখন লোক পাঠাতেন, তাহলে উনিই টাকা নিতেন।” নগদ টাকায় এই কাটমানি যেত বলেও জানান তাপস।

উল্লেখ্য, ইডির তরফে বারবার অভিযোগ করা হয়েছে বিএড, ডিএলএড কলেজে অফলাইনে ভরতির জন্য ছাত্রপিছু ৫ হাজার টাকা নিতেন মানিক ভট্টাচার্য। ‘কাটমানি’ বাবদ তাঁর ছেলে শৌভিক ভট্টাচার্যের দ্বিতীয় অ্যাকাউন্টে ঢুকেছিল প্রায় আড়াই কোটি টাকা। টাকা দিয়েছিলেন ৪৯ হাজার ৪০০ জন। সেই সমস্ত অভিযোগ সত্যি বলেই এদিন স্পষ্ট করে দিলেন তাপস। অবশ্য এ বিষয়ে তৃণমূলের তরফে সাংসদ শান্তনু সেন বলেন, “দুর্নীতি যদি হয়ে থাকে দুর্নীতির বিরুদ্ধে দল জিরো টলারেন্স নীতি নিয়েছে। কেউ অন্যায় করলে দল তার পাশে কখনোই থাকবে না। কঠোর পদক্ষেপ নিতেও পিছপা হয় না তৃণমূল। তার প্রমাণ দুর্নীতির অভিযোগ ওঠার পর ছয় দিনের মধ্যে পার্থ চক্রবত একে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল। আমারা চাই যত দ্রুত সম্ভব তদন্ত হোক। এবং প্রকৃত সত্য সামনে আসুক।

spot_img

Related articles

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...