Monday, January 12, 2026

যোগ্য ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়, সর্বদল বৈঠকে দাবি তৃণমূলের

Date:

Share post:

সংশোধিত ভোটার তালিকা থেকে মৃত ও ভুয়ো ভোটারদের নাম বাতিল করার জন্য বিজেপি(BJP), বাম(Left), কংগ্রেসের(Congress) মত বিরোধী দল নির্বাচন কমিশনের(Election commission) কাছে দাবি জানিয়েছে। অন্যদিকে কোনও যোগ্য ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায় শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC) সে ব্যাপারে কমিশনের কাছে দাবি পেশ করেছে। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হওয়ার আগে নির্বাচন কমিশন আজ প্রথা মেনে সর্বদল বৈঠকের আয়োজন করে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের নেতৃত্বে ওই বৈঠকে সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি মন্ত্রী অরূপ বিশ্বাস অভিযোগ করেন, রাতের অন্ধকারে যোগ্য ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। কোনও যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায় সে ব্যাপারে তারা কমিশনের কাছে দাবি জানিয়েছেন।

বিজেপির প্রতিনিধি দলের নেতা শিশির বাজোরিয়া বলেন, ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার পাশাপাশি তাঁরা ভোটের কাজে অস্থায়ী কর্মীদের ব্যাবহার না করার দাবি জানিয়েছেন।বুথ লেভেল অফিসারদের কাজ কর্ম নিয়েও অভিযোগ জানানো হয়েছে। বামফ্রন্টের প্রতিনিধি দলের তরফে কল্লোল মজুমদার অভিযোগ করেন, তারা সমীক্ষা করে দেখেছেন প্রতি বুথে বর্তমানে অন্তত ১০০ থেকে ১৫০ জন মৃত, স্থানান্তরিত বা ঠিকানাহীন ভোটার রয়েছেন। এই সব জায়গাতেই ভুয়ো ভোট পড়ার প্রবণতা তৈরি হয়। তাঁরা সংশোধিত ভোটার তালিকা থেকে এই নামগুলো যথাযথ ভাবে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। কংগ্রেস অসিত মিত্র অভিযোগ করেন আনুষ্ঠানিক ভাবে ভোটার তালিকা সংশোধনের আগেই পুরনো ভোটার তালিকার ভিত্তিতে প্রশাসনের একাংশ পঞ্চায়েত ভোট করতে উদ্যোগী হয়েছে। এই বিষয়টি রুখতে তারা কমিশনের কাছে আর্জি জানিয়েছেন।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...