Saturday, May 3, 2025

নিজেরা গন্ডগোল করে প্রচার পাওয়ার চেষ্টা, নিশীথ কাণ্ডে তৃণমূল জড়িত নয়, স্পষ্ট বার্তা কুণালের

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের(Nishit Pramanik) কনভয়ে হামলার ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি(BJP)। অভিযোগ করা হয়েছে তৃণমূল নেতা উদয়ন গুহর(Udayan Guha) উসকানিতে পুলিশের সামনেই তৃণমূল(TMC) কর্মীরা হামলা চালিয়েছে। তবে বিজেপির এই অভিযোগ স্পষ্টভাবে খারিজ করে দিল তৃণমূল। বরং জানিয়ে দেওয়া হলো শুধুমাত্র প্রচারে আসার লক্ষ্যে নিজেরা অশান্তি করে তৃণমূলের উপর দোষ চাপানোর চেষ্টা চলছে। শুধু তাই নয় পাশাপাশি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, সাম্প্রতিক সময়ে একটা বিবৃতি লড়াই চলছিল সেটার সঙ্গে এটাকে মিলিয়ে বিজেপি প্রচার নেওয়ার চেষ্টা করছে।

এই ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, “যে বা যারা এই কাণ্ড করে থাকুক তা মোটেই সমর্থনযোগ্য নয়। আমরা যে খবর পেয়েছি তাতে তৃণমূলের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত ছিল না। দুটি বিষয় থাকতে পারে প্রথমত, নিজেরা অশান্তি করে তৃণমূলকে দোষ দিয়ে প্রচারের আলোয় আসার চেষ্টা, এবং দ্বিতীয়ত, কোন অশুভ শক্তি যারা ওই জায়গাটাকে প্রচারের আলোয় আনতে চাইছে। তবে গোটাটাই তদন্ত সাপেক্ষ। তৃণমূল কোনভাবেই এর সঙ্গে জড়িয়ে নেই।” পাশাপাশি কুণাল ঘোষ বলেন, “কিছুদিন আগে একটা বিবৃতির লড়াই শুরু হয়েছিল সেই সূত্র ধরে তার সঙ্গে এটাকে যোগ করে তার সুযোগ নিয়ে তৃণমূলের দিকে আঙুল তোলার চেষ্টা করছে বিজেপি।”

এছাড়াও সাম্প্রতিক সময় বাংলা ভাগের যে ষড়যন্ত্র বিজেপি করছে এটা তার একটা মঞ্চ তৈরীর চেষ্টা, এমন সন্দেহ তৃণমূল উড়িয়ে দিচ্ছে না। এপ্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “এই ধরনের অপচেষ্টা করে একটা মঞ্চ তৈরীর উদ্যোগ করতে পারে বিজেপি। তারপর কেন্দ্রীয় এজেন্সি এনে নির্বাচনের আগে একে ওকে ডিস্টার্ব করবে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে সিতাই যাচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সেই সময় গোসানিমারি এলাকায় রাস্তার ধারে গ্রামবাসীরা দাঁড়িয়েছিলেন। বিজেপির অভিযোগ, তাঁদের সঙ্গেই মিশে ছিলেন তৃণমূল কর্মীরাও। নিশীথের কনভয় যাওয়ার সময় আচমকাই হামলা হয় বলে দাবি। অভিযোগ, পুলিশের সামনেই হামলা হয়। পালটা প্রতিরোধ গড়ে বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এদিনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। তবে তৃণমূলের তরফে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই ঘটনার সঙ্গে তৃণমূল কোন ভাবে জড়িয়ে নেই।

spot_img

Related articles

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...