Tuesday, August 26, 2025

মানিক ভট্টাচার্য নয় টাকা যেত বোর্ডের কাছে, ২৪ ঘন্টায় ভোলবদল তাপসের

Date:

Share post:

মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ভোলবদল মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের। বুধবার ইডি(ED) দফতরে হাজিরা দেওয়ার আগে বিস্ফোরক অভিযোগ তুলে তাপস মণ্ডল(Tapas Mandal) জানান, বিএড, ডিএলএড কলেজে অফলাইন ভরতির টাকা যেত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের(Manik Bhattacharya) কাছে। বৃহস্পতিবারও সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মানিকবাবু নয়, আমার অফিস থেকে টাকা পাঠানো হত পর্ষদে।”

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডল বলেন, ডিএলএড কলেজে ভর্তির লেট ফাইন হিসেবে ২০ কোটি ৭৩ লক্ষ টাকা নেওয়া হয়। আমার অফিস থেকে টাকা যেত বোর্ডের কাছে।” টাকার হিসেব দিয়ে তিনি বলেন, “৩০০ টাকা অনলাইনের ফি বাবদ, এবং তার সঙ্গে যোগ করা হত ৪ হাজার ৭০০ টাকা। তবে টাকা নেওয়ার পর কী হয়েছিল তা জানেন মানিক ভট্টাচার্য। যা সিদ্ধান্ত নেওয়ার তিনিই নিয়েছেন। অনলাইন ক্লাসের জন্য চুক্তি হয় এডুক্লাসেস প্রাইভেট লিমিটেডের সঙ্গে। অনলাইন ক্লাসের জন্য পড়ুয়াপিছু ৫০০ টাকার চুক্তি হয়। নিয়ম ভেঙেছে কিনা সেটা জানে বোর্ড। তবে এই লেনদেনর মধ্যে কোনও বেআইনি কিছু ছিল না। কারণ পুরোটাই আইনি করে দিয়েছিল পর্ষদ।”

উল্লেখ্য, বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাপস দাবি করেছিলেন, “অফলাইনে ভরতির জন্য টাকা তো দিতেই হত। ছাত্র পিছু ৫ হাজার টাকা। উনি অফিসে (মহিষবাথান) লোক পাঠাতেন। ফাইল যেত। টাকা যেত।” তখন ফের প্রশ্ন ওঠে, “কে লোক পাঠাতেন?” তাপস মণ্ডলের জবাব, “মানিকবাবু।” পরের প্রশ্ন, “তাহলে কি মানিকবাবুই টাকা নিতেন?” জবাব আসে, “মানিকবাবু যখন লোক পাঠাতেন, তাহলে উনিই টাকা নিতেন।” এবার অবশ্য ভোল বদলে তাপস দাবি করলেন, মানিক ভট্টাচার্য নয় টাকা যেত বোর্ডের কাছে।

spot_img

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...