Sunday, August 24, 2025

আজ নিজের লোকসভা কেন্দ্রে উৎসবের শুভেচ্ছা বিনিময় অভিষেকের

Date:

Share post:

শুক্রবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আমতলায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে উৎসবের শুভেচ্ছা বিনিময় করবেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। পুজো মিটে যাওয়ার পর অভিষেক তাঁর নির্বাচনী কেন্দ্রে এই প্রথম দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মিলিত হবেন। কুশল বিনিময় করবেন তাঁদের সঙ্গে। এক অর্থে একে বিজয়া সম্মিলনীর সভা বললেও অত্যুক্তি হবে না। নিশ্চিতভাবেই  যা আসলে পরিণত হবে জনসভায়।

আরও পড়ুন:কাঁথিতে অভিষেকের সভা ৩ ডিসেম্বর, কোমর বাঁধছেন জেলা তৃণমূল নেতৃত্ব

চোখের জটিল অস্ত্রোপচারের সেরে কালীপুজোর (Kali Pujo) দিন সকালেই কলকাতায় ফিরেছেন অভিষেক। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয়। পুজোর পরে এই প্রথম কোনও জনসভায় উপস্থিত হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই সভা ঘিরে ডায়মন্ড হারবার লোকসভার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে।

বিকেল চারটেয় শুরু হবে আমতলার এই মিলন সভা। দলের সর্বস্তরের সাংগঠনিক নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত থাকবেন। দেখা যাচ্ছে আগামী বছর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সব জেলায়। পুজোর পর গোটা রাজ্য জুড়ে প্রায় দেড় হাজারেরও বেশি বিজয়া সম্মিলনীর সভা হয়েছে, যার গাইডলাইন ঠিক করে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং। ৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তিনি পুরোদস্তুর রাজনৈতিক জনসভা করবেন। সেই সভা থেকেই আদতে আনুষ্ঠানিক ভাবে পঞ্চায়েত ভোটের দামামা বাজিয়ে দেবেন।  তার আগে নিজের লোকসভা কেন্দ্রের মিলনসভায় উপস্থিত হয়ে দলীয় নেতা-কর্মীদের কী বার্তা দেন সেদিকে লক্ষ্য থাকবে সকলের।

spot_img

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...