Monday, November 10, 2025

নম্বরপ্লেটহীন গাড়ির ধাক্কা, কর্নাটকে প্রাক্তন IB অফিসারের মৃ*ত্যুতে খু*নের তত্ত্ব পেল পুলিশ

Date:

Share post:

গত শুক্রবার কর্নাটকে(Karnataka) গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় ইন্টেলিজেন্স ব্যুরোর(IB) এক অবসরপ্রাপ্ত অফিসারের। প্রাথমিকভাবে এটি নিছক দুর্ঘটনা(Accedent) বলে অনুমান করা হলেও এই ঘটনার তদন্তে নেমে খুনের তত্ত্ব পেলেন তদন্তকারীরা। সিসিটিভি ফুটেজ ঘটিয়ে দেখতেই জানা গেল, যে গাড়িটি ওই প্রাক্তন আধিকারিককে ধাক্কা মেরেছে তাতে ছিল না কোনও নাম্বার প্লেট। ফলস্বরূপ এই ঘটনায় দুর্ঘটনার পরিবর্তে খুনের(Murder) ধারায় মামলা রুজু করেছে পুলিশ(Police)।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি সংকীর্ণ রাস্তার বাঁ-দিক দিয়ে হেঁটে যাচ্ছেন অবসরপ্রাপ্ত আইবি অফিসার। উলটোদিক থেকে একটি গাড়ি থেকে তাঁকে ধাক্কা মেরে বেরিয়ে যাচ্ছে। গাড়িটি যেভাবে আসছিল এবং ধাক্কা মারার ঠিক আগেই গাড়িটি আরও গতি বাড়াচ্ছিল, তা দেখে পুলিশের ধারণা, পরিকল্পনামাফিক ওই অবসরপ্রাপ্ত আইবি অফিসারকে খুন করা হয়েছে। মাইসুরু সিটির পুলিশ কমিশনার চন্দ্রগুপ্ত জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতারির জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। তিনি বলেছেন, ‘ঘটনার তদন্তে তিনজন উচ্চপদস্থ পুলিশ অফিসারের দল গঠন করা হয়েছে।’

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার মাইসুরু বিশ্ববিদ্যালয়ের গঙ্গোত্রী ক্যাম্পাসের কম্পিউটার সায়েন্স বিভাগ লাগোয়া রাস্তা দিয়ে যাচ্ছিলেন ইন্টেলিজেন্স ব্যুরোর অবসরপ্রাপ্ত অফিসার আরএস কুলকার্নি (৮৩)। সেইসময় উলটো দিক থেকে একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে। দ্রুত তাঁকে একটি স্থানীয় নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় অবসরপ্রাপ্ত আইবি অফিসারের।

spot_img

Related articles

এবার নদিয়া, এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধের

তালিকায় নাম আছে, না নেই। গত ৪ নভেম্বর থেকে গোটা বাংলার মানুষ সেই আতঙ্কেই ভুগছেন। কী হবে ভবিষ্যৎ?...

পাঁচদিন তাপমাত্রা ২০-র নিচে, নভেম্বরেই জাঁকিয়ে শীত!

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। ফলে ধীরে ধীরে বাতাসের জলীয় বাষ্প কমে গিয়েছে। আর তার জেরে রাজ্যে শীতের...

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...