Monday, November 10, 2025

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে লজ্জার হার ভারতের, কী কী কারণে হারের মুখ দেখল ভারতীয় দল?

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের লজ্জার হার ভারতের। সেমিফাইনালে ইংল‍্যান্ডের কাছে ১০ উইকেটে হারে রোহিত শর্মারা। চলতি টি-২০ বিশ্বকাপে শুরুটা ভালোই করেছিল টিম ইন্ডিয়া। সেমিফাইনালে কী এমন হল যাতে ইংরেজদের কাছে এরকমভাবে মুখ থুবরে পরতে ভারতীয় দলকে।

সেমিফাইনালে হারের কারণ হিসাবে যা যা উঠে আসছে তা একপ্রকার এরকম।

*) ওপেনিং জুটির ব‍্যাটিং ব‍্যর্থতা:  চলতি টি-২০ বিশ্বকাপে ব‍্যাট হাতে ব‍্যর্থ কে এল রাহুল এবং রোহিত শর্মা। রাহুল শেষ দু’ম‍্যাচে রান পেলেও সেমিফাইনালে পাঁচ রানে আউট হন। আর রোহিত আউট হন ২৭ রানে। বড় ম্যাচে বার বার ব্যর্থ হচ্ছেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। রোহিতের মন্থর ব্যাটিংয়ের জন্য পাওয়ার প্লে-তে রান করতে পারেনি ভারত। তার খেসারত দিতে হয় ভারতীয় দলকে।

*) পাওয়ার প্লে-তে কম রান তোলা: পাওয়ার প্লে-তে প্রথম ছ’ওভারে ভারত মাত্র ৩৮ রান তোলে। শুরু থেকেই পিছিয়ে পড়ে ভারত। জঘন্য শুরু পাওয়ার প্লে’তে। পাওয়ার প্লে’তে এক উইকেটে ৩৮ রান তুলেছিল ভারত। যে কৌশল গ্রুপ লিগে কাজ করলেও সেমিফাইনালের চাপটাই আলাদা। বিশেষত দুর্দান্ত ব্যাটিং পিচে ইংল্যান্ডের বিশাল ব্যাটিং লাইন-আপের সামনে যেটা ভয়ঙ্কর কৌশল ছিল। অথচ ইংল্যান্ড পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৬৩ রান তোলে। সেখানেই ম্যাচ বেরিয়ে গিয়েছিল ভারতের হাত থেকে।

*) বল হাতে ব‍্যর্থ ভারতীয় দল। জঘন্য পারফরম্যান্স ভুবনেশ্বর কুমারের। এতদিন আন্তর্জাতিক টি-২০ ভুবির সামনে জুজু হয়ে থাকতেন জস বাটলার। বৃহস্পতিবার ভুবিকে তছনছ করতে বাটলার আক্রমণের পথে হাঁটলেন। ২ ওভার বল করে ২৫ রান দেন তিনি। জঘন্য বোলিং অক্ষর প্যাটেলেরও। ভারতের ঘূর্ণি উইকেটে দেখে যে কোনও স্পিনারকে বিবেচনা করা যায় না, তা আবারও প্রমাণ কর দিলেন অক্ষর। এই বিশ্বকাপে তাঁর অবদান কার্যত শূন্য। সেমিফাইনালে ভারতীয় বোলাররা যা বোলিং করছেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।

এছাড়াও ফিল্ডিং ভালো হয়নি ভারতীয় দলের। বিশেষ করে একটি রান বাঁচাতে গিয়ে মহম্মদ শামি যা করলেন, তার কোনও ব্যাখ্যা নেই। বল কুড়িয়ে নিজে না ছুড়ে আচমকাই তিনি সতীর্থ এক ফিল্ডারের দিকে ছোড়েন। যা দেখে রেগে যান অধিনায়ক রোহিত শর্মাও। ক‍্যাচ মিস করেন সূর্যকুমার যাদব।

আরও পড়ুন:তীরে এসে তরী ডুবলো ভারতের, সেমিফাইনালে ইংল‍্যান্ডের কাছে ১০ উইকেটে হারল ভারতীয় দল

 

 

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...