রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলতে নামে পাকিস্তান। ১৯৯২ সালের পর আবার মেলবোর্নে পাকিস্তানের মুখোমুখি ইংল্যান্ড। ১৯৯২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনাল জিতেছিল পাকিস্তান। আর এবার টি-২০ বিশ্বকাপ ফাইনাল। সেই ম্যাচে নামার আগে বাবর আজমদের জন্য বিশেষ বার্তা পাঠালেন ১৯৯২ সালের বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের অধিনায়ক ইমরান খান।

এদিন টুইটারে ইমরান লেখেন,” ১৯৯২ বিশ্বকাপ ফাইনালে আমি সতীর্থদের যে বার্তা দিয়েছিলাম, আজ বাবর আজমদেরও সেই বার্তাই দিতে চাই: প্রথমত, দিনটা ভাল করে উপভোগ করো। বিশ্বকাপ ফাইনালে খেলার সুযোগ সব সময় পাওয়া যায় না। সেই আবেগে ভেসে যেও না। আর দ্বিতীয়ত, যদি ঝুঁকি নাও তা হলেই বিশ্বকাপ জিততে পারবে। বিপক্ষের ভুলগুলোকে কাজে লাগানোর চেষ্টা করো। অর্থাৎ, আগ্রাসী মানসিকতা নিয়ে খেলতে নামো। শুভেচ্ছা রইল। গোটা দেশ তোমাদের সাফল্যের জন্য প্রার্থনা করছে।”


That means playing with an attacking mindset. Good luck; the whole nation is praying for your success.
— Imran Khan (@ImranKhanPTI) November 13, 2022
আরও পড়ুন:বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল বাংলা, মিজোরামকে হারাল ৯ উইকেটে
