Sunday, January 11, 2026

টি-২০ বিশ্বকাপ জিততেই মোটা অঙ্কের পুরস্কার পেল ইংল‍্যান্ড

Date:

Share post:

৩০ বছর আগের দুঃখ ঘুচল ইংল‍্যান্ডের। ১৯৯২ সালে এই মেলবোর্নেই একদিনের বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ইংরেজরা। ২০২২ সালে ১৩ নভেম্বর সেই বদলা নিল ইংল‍্যান্ড। এত নয় গেল একদিনের ক্রিকেটের জ্বালা। টি-২০ খেতাব ইংল‍্যান্ডের ঘরে ঢুকল একযুগ পর। ২০১০ সালের পর ২০২২ উঠলো ট্রফি। ২০১৬ সালে ফাইনালে উঠেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয়েছিল তাদের। এবার আর সেই ভুল করল না তারা। ট্রফি ঢুকলো ইংরেজদের ঘরে। আর খেতাব জিততেই মোটা অঙ্কের পুরস্কার পেল ইংল‍্যান্ড। শুধু ইংল‍্যান্ড নয়, খেতাব হাতছাড়া হলেও, মোটা পুরস্কার পেল পাকিস্তানও।

এদিন টি-২০ বিশ্বকাপের ফাইনালে জেতার পুরস্কার হিসাবে ১৬ লক্ষ ডলার পাচ্ছে ইংল্যান্ড। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৩ কোটি টাকা। তা ছাড়াও গ্রুপ পর্বে তিনটি ম্যাচে জেতার সুবাদে আরও ৪০ হাজার ডলার করে মোট ১ লক্ষ ২০ হাজার ডলার পাবে ইংল্যান্ড। অর্থাৎ মোট পুরস্কার ১৭ লক্ষ ২০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৪ কোটি টাকার কাছাকাছি। এদিকে ম‍্যাচের সেরা এবং সিরিজ সেরা হয়েছেন স‍্যাম কুরান।

ওপর দিকে টি-২০ খেতাব হাতছাড়া হলেও, মোটা অঙ্কের পুরস্কার পাচ্ছেন বাবর আজমরাও। ফাইনালে হারের কারণে পাকিস্তান দল পাচ্ছে ৮ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা সাড়ে ৬ কোটি টাকার কাছাকাছি। এছাড়াও গ্রুপপর্বে পাকিস্তানও তিনটি ম্যাচ জেতায় তারা ১ লক্ষ ২০ হাজার ডলার পাবে। অর্থাৎ মোট অর্থ ৯ লক্ষ ২০ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় সাড়ে ৭ কোটি টাকার কাছাকাছি পাবে তারা। দু’টি দলের ক্ষেত্রেই মোট পুরস্কারমূল্য গোটা দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের মহারণ, চ‍্যাম্পিয়ন ইংল‍্যান্ড

 

spot_img

Related articles

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...

আন্টার্কটিকার বরফের তলায় সবুজ বনভূমি! বিস্ময়ের ঘোর কাটছে না গবেষকদের

দুচোখ বিস্তৃত বরফের চাঁই আর তার গভীরে লুকিয়ে সবুজের সমাহার। পৃথিবীর দক্ষিণ প্রান্তের এই মহাদেশে কোনও মনুষ্যবসতি নেই...