শিশুদিবসে মেঘ ছুঁয়ে বেজায় খুশি HIV+ অনাথ শিশুরা, OFFER-র অভিনব উদ্যোগ

দুরুদুরু বুকে প্রথম আকাশে ওড়া। শিশুদিবসে বেজায় খুশি এইচআইভি পজিটিভ (HIV+) ৩১ জন খুদে। দিন গুজরানই কষ্ট সাধ্য। তার উপর তারা HIV+। এই পরিস্থিতিতে বিমান চড়া তাদের কাছে আকাশকুসুম কল্পনা। সেই স্বপ্নই পূরণ হল এবার। উদ্যোক্তা অর্গানাইজেশন ফর ফ্রেন্ডস এনার্জিস অ্যান্ড রিসোর্সেস (OFFER)। শিশু দিবস ‘গিফট মি এ স্কাই’ নামে এই কর্মসূচির আয়োজন করা হয়। এইচআইভি পজিটিভ শিশুদের বিমানে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুরী। সঙ্গে ছিলেন সেলিব্রিটিরা। কে নেই তালিকায়? সঙ্গীতশিল্পী সিধু, পটা, জয়শঙ্কর। ছিলেন বর্ষীয়ান খেলোওয়াড় সম্বরণ বন্দ্যোপাধ্য়ায়, ফুটবলার অ্যালভিটো, মেহতাব, শিল্পী সমীর আইচ, কাউন্সিলর মৌসুমী দাস, অয়ন চক্রবর্তী-সহ অনেকই। ছিলেন ওড়িষা স্টেট চাইল্ড কমিশনের চেয়ার পার্সনও। পুরো বিষয়টি তদারকি করেন কল্লোল ঘোষ।

সোমবার সকাল সোয়া ৮টায় নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থানায় অনুষ্ঠানের সূচনা করেন ডিসি এয়ারপোর্ট, পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী। এরপরই বিমানে ভুবনেশ্বরে (Bhubaneswar) উড়ে যায় শিশুরা। সঙ্গে বিশিষ্টারাও। সেখান থেকে পুরী। সেখানে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিল তারা। পুরীর সৈকতে ক্যানভাসে বঙ্গোপসাগরের সৌন্দর্য্য ফুটিয়ে তোলে খুদেরা।

সেলেবরা ফিরে এলেও খুদের কিন্তু সোমবার ফিরছে না। তারা থাকবে আরও দুদিন। মঙ্গলবার তারা পুরীর আশপাশে সাইটসিন করবে। পুরী গিয়ে তো আর সমুদ্রস্নান বাকি রাখা যায় না। বুধবার হবে সেটা। তারপর বিকেলের বিমানে ফের কলকাতায় ফেরা। এই কর্মসূচির মাধ্যমে এইচআইভি নিয়ে সচেতনতা প্রচার লক্ষ্য OFFER-এর।

আরও পড়ুন- অখিলের পদত্যাগের দাবিতে রাজভবনে শুভেন্দু! রাজ্যপালের ‘মৌনতা’ নিয়ে তুললেন প্রশ্ন

Previous articleঅখিলের পদত্যাগের দাবিতে রাজভবনে শুভেন্দু! রাজ্যপালের ‘মৌনতা’ নিয়ে তুললেন প্রশ্ন
Next article“রাষ্ট্রপতিকে নিয়ে ভোটের রাজনীতি করছে বিজেপি”, অখিলের মন্তব্যে নিন্দা জানিয়ে তোপ অধীরের