Tuesday, December 16, 2025

নীরব পুতুল নাড্ডা: গুজরাটে মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা শাহের, তীব্র কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

গুজরাট নির্বাচনে (Gujrat Election) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এহেন পরিস্থিতির মাঝেই গুজরাটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভূপেন্দ্র প্যাটেলের (Bhupendrabhai Patel)নাম ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ( J P Nadda)এড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে বিজেপির (BJP) মুখ্যমন্ত্রী মুখ ঘোষণায় গেরুয়া শিবিরের গণতান্ত্রিক নীতি নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কড়া ভাষায় অমিত শাহের সমালোচনার পাশাপাশি জেপি নাড্ডাকে ‘পুতুল’ (Puppet) সভাপতি বলে কটাক্ষ করলেন তিনি।

মঙ্গলবার দুপুরে টুইট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “একজন পুতুল আর একজন এই পুতুলকে নাচান। এই হল বিজেপির নীতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেছেন। অথচ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নীরব পুতুল হয়ে শুধুই দর্শক।” একই সঙ্গে তিনি লেখেন, “দলে যাদের গণতান্ত্রিক নীতি নেই, নিশ্চিতভাবে দেশের গণতন্ত্রের প্রতি তাদের কোন বিশ্বাস থাকতে পারে না।”

উল্লেখ্য, দীর্ঘদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব সামলে এসেছেন অমিত শাহ। বর্তমানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসলেও অলিখিতভাবে দলের রাশ আজও তার হাতে। তাই বিজেপির না না কর্মকাণ্ডে সর্বভারতীয় সভাপতিকে ওকে সিদ্ধান্ত নিতে দেখা যায় অমিত শাহকে। সেই ছবি এদিন ফুটে উঠলো গুজরাটের মুখ্যমন্ত্রী মুখ ঘোষণায়। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে এড়িয়ে গুজরাটে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে ভূপেন্দ্র প্যাটেলের নাম ঘোষণা করলেন শাহ। গণতন্ত্রবিহীন রাজনৈতিক দল বিজেপির এই কর্মকাণ্ডে গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়লেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

বিজেপির ওড়িশায় বাঙালি উদ্বাস্তু উচ্ছেদ! কলকাতায় প্রতিবাদ মিছিল

ওড়িশার মালকানগিরি জেলার এমভি-২৬ (MV-26) গ্রামে বাঙালি উদ্বাস্তুদের উপর হামলা ও উচ্ছেদের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা! ১৯৫৮...

এই জন্যই তৃণমূল বিজেপিকে হারায়: মেসি-ঘটনার সঙ্গে কুম্ভের তুলনা করে বোঝালেন অভিষেক

এক মহাকুম্ভ ঘিরে দুই মৃত্যু মিছিল। বছর ঘুরতে চলল। অথচ আজও তা নিয়ে নীরব ডবল ইঞ্জিন একাধিক সরকার।...

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...

কোথায় বিজেপির প্রতিশ্রুতি? খসড়া তালিকায় নামছাঁট ৮৬ হাজার, আতঙ্ক মতুয়া অধ্যুষিত বনগাঁয়

এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ যাবে না—বিশেষ নিবিড় সংশোধনের সময় এমনই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু খসড়া...