ফের প্রাথমিকে আবেদনের সময়সীমা বাড়ালো পর্ষদ

মূলত সময়সীমা বাড়নো হয়েছে ৮২ নম্বর পাওয়া প্রার্থীদের জন্য। বাকিদের ক্ষেত্রে সময় বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে নতুন করে বাড়ানো

প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদনের সময়সীমা আরও বাড়লো পর্ষদ। এবার আবেদনের সময়সীমা বাড়িয়ে ২১ নভেম্বর পর্যন্ত করা হল। এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে আবেদনের সময়সীমা ধার্য করেছিল ১৪ নভেম্বর পর্যন্ত। সেই সময়সীমা আরও একসপ্তাহ বাড়িয়ে ২১ নভেম্বর করা হল।

জানা গিয়েছে, মূলত সময়সীমা বাড়নো হয়েছে ৮২ নম্বর পাওয়া প্রার্থীদের জন্য। বাকিদের ক্ষেত্রে সময় বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে নতুন করে বাড়ানো সময়সীমার এই সুবিধা সকলেই পাবেন। অনলাইনে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যার জন্যই বাকিদের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে সময়সীমা। এই মর্মে নয়া বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে পর্ষদের তরফে। পর্ষদ চায় টেট পাস কোনও প্রার্থী আবেদনের জন্য বঞ্চিত না হয়।

 

Previous articleনীরব পুতুল নাড্ডা: গুজরাটে মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা শাহের, তীব্র কটাক্ষ অভিষেকের
Next articleনিয়োগ দুর্নীতিতে “অযোগ্য” শিক্ষকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা? নামের তালিকা চাইল হাইকোর্ট