ফের মামলার জটে আটকে পড়ল কর্মশিক্ষক নিয়োগ প্রক্রিয়া। স্কুল সার্ভিস কমিশনের(SSC) নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে নবম – দশমে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিভাগে ওয়েটিং লিস্টে(waiting list) থাকা প্রার্থীদের তরফে দায়ের হল মামলা। মামলাকারীদের অভিযোগ এই নিয়োগে দুর্নীতি হয়েছে। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার সম্ভবনা।

কর্মশিক্ষা ও শারীর শিক্ষার নিয়োগে কলকাতা হাইকোর্টের তরফে বৃহস্পতিবার পর্যন্ত স্থগিতাদেশ জারি হয়েছে। এরই মাঝে এই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে নতুন মামলা দায়ের হলো। মামলা কারীদের দাবি গ্রুপ সি, গ্রুপ ডি, নবম – দশম কোথাও ওয়েটিং লিস্টের প্রার্থীদের নিয়োগ দেয়নি সরকার। তাহলে কর্মশিক্ষা শারীরশিক্ষার ওয়েটিং লিস্টের প্রার্থীদের নিয়োগ দেওয়া হচ্ছে কেন? মামলাকারীর আশঙ্কা, সিবিআই তদন্ত এড়াতে ঘুরপথে চাকরি দিতে চাইছে সংসদ। আদালত অবশ্যই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, কিভাবে ওয়েটিং লিস্ট তৈরি হয়েছে তা বিশদে জানাতে হবে আদালতকে। বৃহস্পতিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে বিস্তারিত ব্যাখ্যার ততদিন পর্যন্ত স্থগিত রাখা হয়েছে নিয়োগ প্রক্রিয়া। মামলাকারী আদালতকে জানান, ৮২ পেয়েও তিনি কাউন্সেলিংয়ে ডাক পাননি। অথচ ৫৬ পেয়ে নিয়োগ পেতে চলেছেন এক প্রার্থী। এর পরই তালিকা স্বচ্ছভাবে তৈরি হয়নি বলে মন্তব্য করেন বিচারপতি।
