Thursday, May 15, 2025

পরপর তিনবার! অবসরের দিনই মেয়াদ বাড়ল ইডি অধিকর্তার

Date:

Share post:

এই নিয়ে তৃতীয়বার। অবসরগ্রহণের দিনই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অধিকর্তা হিসাবে সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ আরও এক বছর বাড়াল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে একটি নোটিস দিয়ে সঞ্জয়কে তাঁর মেয়াদ বৃদ্ধির কথা জানানো হয়েছে। তৃতীয়বার মেয়াদ বৃদ্ধির ফলে আগামী বছর তিনি ইডি অধিকর্তা হিসাবে পাঁচ বছর পূর্ণ করবেন।

আরও পড়ুন:খনি দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা হেমন্ত সোরেনের

কেন্দ্রীয় সূত্রে খবর, একাধিক রাজ্যে আর্থিক তছরুপ সংক্রান্ত একাধিক মামলার তদন্ত চলছে। এই মামলাগুলি যাতে যথাযথভাবে নিষ্পত্তি হয়, সেই কারণেই ইডি অধিকর্তা হিসাবে সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ আরও এক বছর বাড়ানো হল। উল্লেখ্য, সঞ্জয় কুমার মিশ্রই ইডির প্রথম অধিকর্তা যার কাজের মেয়াদ বাড়ানো হয়েছিল। ২০২০ সালে প্রথমবার এক বছরের জন্য তাঁর পদের মেয়াদ বাড়ানো হয়। এরপর কেন্দ্রের তরফে একটি বিশেষ অর্ডিন্যান্স আনা হয়। সেই অর্ডিন্যান্সে বলা হয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও সিবিআইয়ের অধিকর্তাদের মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর অবধি বৃদ্ধি করা যাবে।

৬২ বছরের আইআরএস কর্তা ২০১৮ সালে যোগ দিয়েছিলেন ইডি অধিকর্তা হিসাবে। তার পর ২০২০ সালে প্রথম এবং ২০২১ সালে আরও এক বার পদের মেয়াদ বাড়ানো হয়েছিল তাঁর। বৃহস্পতিবার কেন্দ্র আবার সঞ্জয়ের মেয়াদ বাড়ানোয় ইডির অধিকর্তা হিসাবে সর্বোচ্চ পাঁচ বছরের মেয়াদ বৃদ্ধির সীমাও ছুঁয়ে ফেললেন তিনি।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালেই সঞ্জয়ের মেয়াদ বৃদ্ধির বিরোধিতা করে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত সে বার কেন্দ্রের সিদ্ধান্তই বজায় রেখেছিল। তবে একই সঙ্গে জানিয়ে দিয়েছিল, ইডি অধিকর্তা হিসাবে সঞ্জয়ের মেয়াদ আর বৃদ্ধি করা যাবে না। কিন্তু ২০২১ সালে সঞ্জয়ের অবসরের দু’দিন আগেই একটি অর্ডিন্যান্স এনে ইডি এবং সিবিআই ডিরেক্টরের পদের মেয়াদ বৃদ্ধির সীমা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত বাড়িয়ে দেয় কেন্দ্র।

spot_img

Related articles

নাইট শিবিরে যোগ দিলেন রাসেল, নারিন-সহ ক্যারিবিয়ান ব্রিগেড

কেকেআর(KKR) সমর্থকদের স্বস্তি। বেঙ্গালুরুতে পৌঁছল নাইট রাইডার্সের ক্যারিবিয়ান ব্রিগেড। আগামী ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে কলকাতা...

মুখ্যমন্ত্রী হতে চেয়ে উন্নয়নে বাধা শুভেন্দুর, বাংলার ক্ষতি বিজেপির: তৃণমূল যোগ দিয়ে বিস্ফোরক বার্লা

লক্ষ্মীবারের দুপুরে পদ্ম শিবিরে যোগ ধাক্কা। বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা (John...

দল নির্বাচনের আগে সিদ্ধি বিনায়কের মন্দিরে গৌতম গম্ভীর

ভারতীয় দল নির্বাচনের আগে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে(Siddhi Vinayak Temple) সস্ত্রীক গৌতম গম্ভীর(Gautam Gambhir)। আগামী মাসেই ইংল্যান্ডের(England) বিরুদ্ধে...

বিধানসভায় তাপস সাহাকে শেষ শ্রদ্ধা বিমান-অভিষেক-ফিরহাদদের

প্রয়াত তৃণমূল(TMC) বিধায়ক(MLA) তাপস সাহা(Tapash Saha)। বৃহস্পতিবার, বিধানসভায় প্রয়াত বিধায়ককে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee), তৃণমূলের সর্বভারতীয়...