Friday, January 2, 2026

অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন ইডির, মঙ্গলে শুনানি

Date:

Share post:

রাজনৈতিক মহলে বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল। অবশেষে বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগারে (Asansol Correctional Home) অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)ইডি গ্রেফতার করতেই তাঁর দিল্লি (Delhi)যাওয়া কার্যত নিশ্চিত হয়ে যায়। এরপর শুক্রবার রাউস অ্যাভিনিউ আদালতে (Rouse Avenue Court) অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন জানায় ইডি (ED)। এই আবেদনের শুনানি হবে আগামী মঙ্গলবার। ওয়ারেন্ট জারি হলেই অনুব্রতকে আসানসোল থেকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি।

সায়গল হোসেনকে (Saigal Hossain) আগেই দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি দফায় দফায় সুকন্যা সহ অনুব্রত ঘনিষ্ঠদের দিল্লিতে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। এরপর থেকেই রাজনৈতিক মহলের একাংশের অনুমান ছিল খুব তাড়াতাড়ি এবার অনুব্রতকেও রাজধানীতে নিয়ে যাওয়া হতে পারে। সেই আশঙ্কাই সত্যি হল। সূত্রের খবর অনুব্রতকে এবার তাঁর প্রাক্তন দেহরক্ষীর মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। ইতিমধ্যেই অনুব্রতর এক সময়ের ছায়াসঙ্গী সায়গলের জেলের মেয়াদ বাড়ানো হয়েছে। শুক্রবার ছিল সায়গল মামলার শুনানি। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত নির্দেশ দেয় আরও ১৪ দিন জেল হেফাজতে থাকতে হবে সেহেগলকে। এর ফলে ১ ডিসেম্বর পর্যন্ত তাঁর জেল হেফাজতের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয় আদালত। অন্যদিকে এই গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জেরা করতে চায় ইডি এবং সেটা দিল্লিতে। একইসঙ্গে অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির (Manish Kothari)সামনে বসিয়েও জেরা করা হতে পারে অনুব্রতকে বলে মনে করা হচ্ছে। এই মামলার শুনানি আগামী মঙ্গলবার।

 

spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...