ভারত-রাশিয়া অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আলোচনা সভা

কোন পথে সেই সম্পর্ককে আরও উন্নততর জায়গায় পৌঁছানো যায় সেই পথই বাতলে দেন তারা।

এমসিসিআই-তে অনুষ্ঠিত  হল ‘ভারত-রাশিয়া অর্থনৈতিক সম্পর্ক এবং ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের সাথে সহযোগিতার দৃষ্টিভঙ্গি’ বিষয়ক আলোচনা সভা। বক্তব্য রাখলেন আলেক্সি এম. ইদামকিন, কনসাল জেনারেল, কলকাতায় রাশিয়ান ফেডারেশনের কনস্যুলেট জেনারেল,  রাজেন্দ্র খান্ডেলওয়াল, MCCI কমিটির সদস্য এবং  MCCI এর সভাপতি ঋষভ সি. কোঠারি, চিনের কনসাল জেনারেল  ঝা লিয়ন প্রমুখ বিশিষ্টরা।
প্রত্যেক বক্তাই এক বাক্যে স্বীকার করে নেন, ভারত এবং রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ক এখন অনেকটাই উন্নত । সেই জায়গায় দাঁড়িয়ে কোন পথে সেই সম্পর্ককে আরও উন্নততর জায়গায় পৌঁছানো যায় সেই পথই বাতলে দেন তারা। 

Previous articleবেনজির, পাঁচ সদস্যের নির্বাচক কমিটিকে বরখাস্ত করল বিসিসিআই
Next articleBank Strike Withdrawn: ধর্মঘট প্রত্যাহার, আজ দেশজুড়ে খোলা থাকছে ব্যাংক