Tuesday, November 11, 2025

সম্পর্ক জোরদার: আসামের ৩২ বিধায়ক এখন ঢাকায়

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও উষ্ণ করতে বাংলাদেশ সফরে এসেছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের ৩২ বিধায়ক। স্পিকার বিশ্বজিৎ দাইমারির নেতৃত্ব শনিবার দলটি ঢাকায় পৌঁছায়। বিরোধীদলীয় নেতা দেবব্রত সাইকিয়াও প্রতিনিধিদলে আছেন। একটি সাংস্কৃতিক দল ও সাংবাদিকসহ মোট ৬২ জন আছেন এই দলে।

প্রতিনিধি দলটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ও ধানমন্ডির বঙ্গবন্ধু যাদুঘর পরিদর্শন করবে। বিধায়ক প্রতিনিধিদলে একটি সাংস্কৃতিক দলও রয়েছে। তারা বেশ কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে। রাঙামাটির অসমিয়া গ্রামে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার পর সাংস্কৃতিক দলটি যাবে খাগড়াছড়ি।
সেখানে তারা বোড়ো জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে। সফর শেষে আগামী ২২ নভেম্বর প্রতিনিধিদলটি ঢাকা ছাড়বে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে রোববার বৈঠকের কথা রয়েছে প্রতিনিধি দলটির। পরদিন সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গেও বৈঠক করবেন তারা। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীর সঙ্গেও প্রতিনিধিদলটির বৈঠকের কথা রয়েছে।

এসব বৈঠকে আসামের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যসহ বেকার সমস্যা, সীমান্ত ইস্যু নিয়ে আলোচনা হবে। পরে প্রতিনিধি দলটি বাংলাদেশের কয়েকটি শিল্পকারখানা ঘুরে দেখবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আসামের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা হবে। তাদের সম্মানে নৈশভোজও দেয়া হবে। সংশ্লিষ্টরা বলছেন, আসামের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে বিভিন্ন মাধ্যমে কাজ চলছে। সেখানকার বিধানসভার প্রতিনিধি দলের এই সফরের মধ্য দিয়ে আসামের সঙ্গে সম্পর্কের নতুন দুয়ার খুলতে যাচ্ছে।
আর এতে বাংলাদেশ ও ভারত দুই দেশই লাভবান হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বরে নয়াদিল্লি সফরের সময় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। এখন পর্যন্ত মুখ্যমন্ত্রীদের ঢাকা সফর না হলেও, সিলেট-শিলচর উৎসব এবং আসাম বিধানসভার ৩৭ বিধায়কের ঢাকা সফরের মধ্য দিয়ে সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যের মধ্যে রয়েছে- আসাম, মেঘালয়, মনিপুর, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ। এর মধ্যে আসাম, মেঘালয়ের সঙ্গে বৃহত্তর সিলেট বিভাগের বড় সীমান্ত রয়েছে।

আরও পড়ুন:বিধানসভা ভোটের আগে নেশার রমরমা ত্রিপুরায়! উদ্ধার লক্ষ লক্ষ টাকার ব্রাউন সুগার

 

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...