Monday, August 25, 2025

মর্মান্তিক! ভাইঝির পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে মৃ*ত্যু কাকার, উত্তপ্ত বজবজ

Date:

Share post:

ভাইঝির পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে মৃ*ত্যু কাকার। ভাইঝির বাড়ির ঝামেলা মেটাতে গিয়ে চরম রোষানলে পড়েন কাকা। তারপর ভাইঝির শ্বশুরবাড়ির সদস্যদের হাতে মার খেয়ে কাকার মৃত্যু হয় বলে অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বজবজে। পুলিশ সূত্রে খবর, মৃ*তের নাম মহম্মদ আশফাক আলম, বয়স ৪৭ বছর। পরিবার সূত্রে খবর, আড়াই বছর আগে বজবজ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গোলাম রসুল রোডের বাসিন্দা মহম্মদ ইসলামের মেয়ে সাগুপ্তা খাতুন-এর সঙ্গে পাশের গ্রামের মহম্মদ জামিলের ছেলে নাবিল জামিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের কয়েকদিন পর থেকেই সাগুপ্তার পরিবারে শুরু হয় অশান্তি। পারিবারিক অশান্তির জেরে মাঝে সাঝেই স্বাগুপ্তা তাঁর নিজের বাড়িতে এসে থাকতে শুরু করে এবং সে স্বামীর ঘরে ফিরে যেতে অস্বীকার করে। স্বাগুপ্তার বাবা কর্মসূত্রে বাইরে থাকায় বিষয়টি মিটমাটের উদ্দেশে কাকা মহম্মদ আশফাক আলম নাবিলের বাড়িতে গিয়ে বিষয়টি জানতে চায়।

অভিযোগ, সাগুপ্তার কাকা নাবিলের বাড়িতে গেলেই অশান্তি তীব্র আকার নেয়। নাবিলের পরিবারের লোকেরা সাগুপ্তার কাকা আশফাক আলমকে বেধরক মারধর করে। এরপর বেধড়ক মার খেয়ে গুরুতর জখম অবস্থায় আশরাফকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁকে কলকাতার এসএসকেএম এবং পরে তাঁকে এনআরএসএ স্থানান্তরিত করা হয়। এদিকে শনিবার ভোররাতে এনআরএসে মৃ*ত্যু হয় আশফাকের। মৃ*ত্যুর খবর শোনা মাত্রই স্বাগুপ্তার পরিবারের লোকেরা প্রতিবেশী নাবিলের বাড়িতে চড়াও হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার পুলিশ।

এদিকে আশফাকের মৃত্যুর পর খু*নের মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় নাবিলের পরিবারের তিন সদস্যকে আটক করে বজবজ থানায় নিয়ে যায়। ইতিমধ্যে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ। যদিও পরিবারের বাকি সদস্যরা পলাতক। আপাতত এলাকা থমথমে রয়েছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...