একজন দলিত মহিলা জল পান করায় সেটিকে গোমূত্র দিয়ে ‘শুদ্ধ’ করা হল ।এমন ঘটনা ঘটেছে কর্নাটকে। সেখানের একটি গ্রামে তথাকথিত উচ্চবর্ণের লোকেরা একটি জলের ট্যাঙ্ক এভাবেই শুদ্ধ করল। ঘটনার সূত্রপাত ১৮ নভেম্বর। কর্ণাটকের চামরাজানগর জেলার হেগগোতারা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগদানকারী তফসিলি বর্ণের এক মহিলা একটি ট্যাঙ্ক থেকে জল পান করেছিলেন।
এটা জানাজানি হওয়ার পর,এলাকার উচ্চবর্ণের লোকজন ট্যাঙ্ক থেকে সমস্ত জল ছেড়ে দেয় এবং গোমূত্র দিয়ে পরিষ্কার করে। তাদের বক্তব্য, এর ফলে ওই ট্যাঙ্কের জল ফের পবিত্র হল।
স্থানীয় বিচার বিভাগীয় আধিকারিক বলেছেন, জলের ট্যাঙ্কটি পরিষ্কার করা হয়েছিল, তবে এটি গোমূত্র দিয়ে করা হয়েছিল কিনা তা আমি জানিনা। তবে এই ঘটনাকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না কেউই। জেলা কালেক্টরের কাছে বিষয়টির পুরো রিপোর্ট চাওয়া হয়েছে।সরকারি তরফে মাইকে ঘোষণা করা হচ্ছে যে এভাবে জাতের ধুয়ো তুলে এরকম ঘটনার যদি খবর মেলে , তবে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
