জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পার্টি অফিস ভেঙে দেওয়ার নির্দেশ হাই কোর্টের

প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এই প্রসঙ্গে বলেন, ‘‘হেরিটেজ ভবন না হলেও, যে কেউ গিয়ে যে কোনও জায়গায় পার্টি অফিস বানিয়ে ফেলতে পারে?’’

জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পার্টি অফিস ভেঙে দিতে বলল হাই কোর্ট। সোমবার হাই কোর্টের নির্দেশ, ওই অংশের নির্মাণ ফের আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দায়িত্ব হেরিটেজ বিভাগের। পুনরুদ্ধারের পর হেরিটেজ ভবন বলে আলাদা করে চিহ্নিত করতে হবে ওই দফতরকে।
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এই প্রসঙ্গে বলেন, ‘‘হেরিটেজ ভবন না হলেও, যে কেউ গিয়ে যে কোনও জায়গায় পার্টি অফিস বানিয়ে ফেলতে পারে?’’
জোড়াসাঁকোয় হেরিটেজ স্বীকৃতি পাওয়া ভবনের অব্যবহৃত ঘর ভেঙে নির্মাণ কাজ চালানো হচ্ছে বলে কিছুদিন আগে অভিযোগ ওঠে। এ নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন স্বদেশ মজুমদার নামে এক ব্যক্তি। মামলাকারীর আইনজীবী শ্রীজীব চক্রবর্তীর অভিযোগ, জোড়াসাঁকো ভবন ‘গ্রেড ওয়ান হেরিটেজ’। সেই ভবনেরই দু’টি ঘর ভেঙে ফেলা হচ্ছে।
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এই প্রসঙ্গে বলেন, ‘এখনই কাজ বন্ধ করতে হবে এবং ঘরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে।

মামলাকারীর দাবি, যে ঘরে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বার সাক্ষাৎ হয়েছিল, সেখানে ‘শিক্ষাবন্ধু সমিতি’ নামে একটি সংগঠনের কার্যালয় তৈরি হয়েছে। রবীন্দ্রনাথের ছবি খুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙানো হয়েছে বলেও অভিযোগ।