Sunday, January 11, 2026

কাতার বিশ্বকাপ বয়কটের ডাক বিজেপি নেতার, কিন্তু কেন?

Date:

Share post:

এবার বিশ্বকাপ ফুটবলের আসর বসেছে কাতারে। বিশ্বকাপ ফুটবলের আসরে উপস্থিত থাকার জন্য ইসলামি ধর্মপ্রচারক জাকির নায়েককে আমন্ত্রণ জানিয়েছে কাতার। বিশ্বকাপের সময় একাধিক ধর্মীয় ভাষণ দেবেন জাকির। এই ইসলামি ধর্ম প্রচারককে আমন্ত্রণ জানানো নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ঘটনার জেরে বিশ্বকাপ বয়কটের ডাক দিলেন গোয়ার বিজেপি নেতা স্যাভিও রড্রিগেজ। যদিও কাতার ভারতের বন্ধু দেশ হিসেবেই পরিচিত।

জাকিরকে আমন্ত্রণ জানানোর প্রসঙ্গে রড্রিগেজ বলেন, গোটা বিশ্বের মানুষ বিশ্বকাপ ফুটবল দেখেন। অনেকেই বিশ্বকাপ দেখতে আয়োজক দেশে যান। ফুটবলের এই মহান আসরে জাকিরের মতো একজনকে আমন্ত্রণ জানানো হল। যখন গোটা বিশ্ব কট্টরপন্থী সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই করছে সে সময় জাকিরের মতো কট্টরপন্থীদের আমন্ত্রণ জানানো যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমি ভারতীয়দের এবং গোটা বিশ্বজুড়ে যাঁরা সন্ত্রাসবাদের শিকার হয়েছেন তাঁদের সকলকেই বিশ্বকাপ বয়কট করার আহ্বান জানাচ্ছি।

জাকিরকে আক্রমণ করে বিজেপি নেতা আরও বলেন, ভারতীয় আইনে জাকির নায়েক একজন অপরাধী। উসকানিমূলক বক্তব্য রেখে হিংসা ছড়ানো এবং অর্থ তছরুপের মতো মামলা রয়েছে তার বিরুদ্ধে। সে নিজেই একজন জঙ্গি। কুখ্যাত জঙ্গি ওসামা বিন লাদেনকে সমর্থন করেছিল জাকির নায়েক। উল্লেখ্য, ২০১৬ সালে জাকিরের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছিল ভারত সরকার। বিভিন্ন ধর্মের মধ্যে শত্রুতা, ঘৃণা ও হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছিল জাকিরের বিরুদ্ধে। গ্রেফতারি এড়াতে ভারত থেকে মালয়েশিয়ায় পালিয়ে গিয়েছিল এই ইসলামি ধর্ম প্রচারক। চলতি বছর মার্চে জাকিরের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন- জল্পনার অবসান, ম‍্যানইউর সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ রোনাল্ডোর

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...