Saturday, August 23, 2025

“নেতা মিঠুন বাংলার কলঙ্ক”: মহাগুরুর পুরুলিয়া সফরকে ‘সার্কাস’ কটাক্ষ কুণালের

Date:

Share post:

বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakravorty) পুরুলিয়ার (Purulia) সভাকে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। এদিন সাংবাদিক বৈঠক করে কুণাল মন্তব্য করেন শীতকালের দিকে যেমন রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সভা হয়, ঠিক তেমনই শীতকালেই গানের অনুষ্ঠান, যাত্রাপালা, সার্কাসও হয়। পাশাপাশি ভালো শিল্পীদের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে নিয়ে যাওয়া হয় এবং মানুষও পয়সা দিয়ে সেই সমস্ত অনুষ্ঠান দেখতে আসেন। কিন্তু পরে ফিরে এসে তৃণমূলকে (TMC) ভোট দেন মানুষ।

উল্লেখ্য, এদিন পুরুলিয়া থেকে মিঠুন অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার রাজ্যকে যে টাকা দিচ্ছে তাঁর হিসেব না দিতে পারার কারণেই টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্য যদি ঠিকমতো হিসেব দেয় তাহলে কেন্দ্রও ঠিকমতো রাজ্যকে টাকা দেবে। এই প্রসঙ্গে সাংবাদিকরা কুণালকে প্রশ্ন করলে তিনি পাল্টা অভিযোগ করেন, সারদা কাণ্ডে যতদিন রাজ্য সরকারের রাজীব কুমারের সিট ছিল, শ্যামল সেনের কমিশন তখন টাকা ফেরত দেননি মিঠুন। আর সিট যেদিন ইডি-সিবিআইয়ের (ED-CBI) হাতে গিয়ে পৌঁছল তখন টাকা ফেরত দেওয়ার নাটক করে বিজেপির দ্বারস্থ হল অভিনেতা। আগে এসব প্রশ্নের উত্তর দিক তারপর আমি এই বিষয়ে আলোচনা করব।

এরপর কুণাল বলেন, অভিনেতা মিঠুন বাংলার গর্ব, নেতা মিঠুন বাংলার কলঙ্ক। পাশাপাশি এদিন মিঠুন চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করে ভাইবোনের সম্পর্ককে কলঙ্কিত করেছে বলে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...