“বিমানদা কেমন আছেন?” মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সৌজন্য বজায় রাজ্যপালের শপথেও

বাংলার নতুন রাজ্যপাল (Governor) হিসেবে ড. সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) শপথ গ্রহণ অনুষ্ঠান। উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং মন্ত্রিসভার সদস্যরা। বিধানসভায় প্রতিনিধি থাকলেও আমন্ত্রিত বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। উপস্থিত সকলের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয় সারিতে বসে বিমান। ভিড়ের মধ্যে আচমকাই তাঁকে দেখে প্রায় ছুটে যান। “বিমানদা কেমন আছেন? পিছনে বসে কেন, সামনে আসুন।” বামফ্রন্ট চেয়ারম্যানের হাত ধরে তাঁকে সামনের সারিতে একটি চেয়ার টেনে এনে বসান মমতা। এরপর বেশ কিছুক্ষণ কতা বলে তাঁর সঙ্গে। রাজভবনে তখন রাজনৈতিক সৌজন্যের কোলাজ।

রাজ্যপালের শপথ অনুষ্ঠানে বিমান বসুর পাশাপাশি ছিলেন প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীও (Gopalkrisna Gandhi)। রাজ্যপাল হাত নেড়ে বিমান বসুর সঙ্গে সৌজন্য বিনিময় করেন। আসন থেকে উঠে গিয়ে বর্ষীয়ান সিপিআইএম নেতার সঙ্গে কথা বলেন প্রাক্তন রাজ্যপাল। রাজভবন থেকে বেরনোর মুখে বিমান বসু জানান, মুখ্যমন্ত্রী তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। সুস্থতাও কামনা করেছেন। বারবারই তৃণমূল (TMC) নেত্রী বলেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। তাই বলে সৌজন্যের অভাব থাকবে কেন! সেটা বাংলার সংস্কৃতি নয়। মমতা নিজেও সবসময় সেই সৌজন্যে বজায় রাখেন। এদিনও তার ব্যতিক্রম হল না।

আরও পড়ুন- Entertainment: প্রিয়াঙ্কা – নিকের বাড়িতে হাজির টলি ডিভা ঋতুপর্ণা সেনগুপ্ত

Previous articleEntertainment: প্রিয়াঙ্কা – নিকের বাড়িতে হাজির টলি ডিভা ঋতুপর্ণা সেনগুপ্ত
Next article“নেতা মিঠুন বাংলার কলঙ্ক”: মহাগুরুর পুরুলিয়া সফরকে ‘সার্কাস’ কটাক্ষ কুণালের