Wednesday, November 5, 2025

ভারত জোড়ো যাত্রায় এবার রাহুলের পাশে প্রিয়াঙ্কা! ভিড় সামলাতে নাজেহাল পুলিশ

Date:

Share post:

ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) এবার রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে পা মেলালেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। দাদার মনোবল বাড়াতে এবার ময়দানে নামলেন বোন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে (Loksabha Election) টার্গেট করে জনসংযোগ কর্মসূচিতে নেমেছে কংগ্রেস। কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি পদযাত্রা করে গোটা দেশে একতার বার্তা দেওয়াই এখন ভারত জোড়ো যাত্রার একমাত্র লক্ষ্য। এই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। তবে এদিনের পদযাত্রা ঘিরে কংগ্রেস কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে কন্যাকুমারী থেকে শুরু হয় ভারত জোড়ো যাত্রা। আর বুধবারই যাত্রা মহারাষ্ট্র (Maharashtra) থেকে মধ্যপ্রদেশে (Madhya Pradesh) প্রবেশ করে। আর তারপরই, বৃহস্পতিবার সকালেই মধ্যপ্রদেশে যান প্রিয়াঙ্কা এবং রাহুলের সঙ্গে পা মেলান। তবে শুধু প্রিয়াঙ্কাই নন, এদিন তাঁর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় পা মেলান তাঁর স্বামী রবার্ট বঢরা (Robert Vadra) ও ছেলে রেহান (Rehan Vadra)। ছিলেন রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলট (Sachin Pilot), মধ্য প্রদেশের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ (Kamal Nath) ও দ্বিগিজয় সিং (Digwijay Singh)। বৃহস্পতিবার সকালে রাহুল গান্ধী খান্ডোয়া জেলার বোরগাঁও থেকে পদযাত্রা শুরু করেন। এদিনের পদযাত্রায় রাস্তার দু’পাশে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ কর্মীদের।

তবে প্রিয়াঙ্কা এদিন পদযাত্রায় যোগদানের পর ভাই-বোনের সমর্থনে স্লোগান দিতে শুরু করেন দলের কর্মী সমর্থকরা। উল্লেখ্য, কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি পদযাত্রা করে গোটা দেশে একতার বার্তা দেওয়াই ভারত জোড়ো যাত্রার লক্ষ্য। তবে এদিন রাহুলের সঙ্গে পদযাত্রায় প্রিয়াঙ্কা যোগ দিতেই কংগ্রেসের অফিসিয়াল টুইটার পেজে ভাই-বোনের ছবি শেয়ার করা হয়। ছবির ক্যাপশনে হিন্দিতে লেখা, আমাদের পদক্ষেপ আরও শক্তিশালী হবে যখন আমরা একসঙ্গে হাঁটব।

spot_img

Related articles

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...