Saturday, August 23, 2025

‘বন্ধ দরজা’র ওপারে কী অনুশীলন করল আর্জেন্টিনা?

Date:

Share post:

বিশ্বকাপের নকআউট (Knockout) ম্যাচ শুরু হবে শেষ ষোলোয়। তবে আর্জেন্টিনার (Argentina) জন্য ‘নকআউট’ এসে হাজির গ্রুপ পর্বেই।সৌদি আরবের কাছে ২–১ ব্যবধানে হেরে যাওয়ায় লিওনেল মেসিদের (Lionel Messi) সামনে এখন কঠিন পথ। শেষ ষোলোয় উঠতে হলে আর কোনো ম্যাচ হারা যাবে না। বিশেষ করে শনিবারের মেক্সিকো (Mexico) ম্যাচে। শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই।

মঙ্গলবার বিকেলে সৌদি আরবের (Saudi Arabia) কাছে হেরে যাওয়ার পরপরই অবশ্য ঘুরে দাঁড়ানোর প্রত্যয় শুনিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক মেসি। আর ঘুরে দাঁড়াতে হলে যে খেলার কৌশলে, খেলোয়াড়ের ধরনে কিছু পরিবর্তন হবে, সে তো সহজেই অনুমেয়। কিন্তু কী পরিবর্তন হতে পারে, সেটির আভাসও দিতে রাজি নয় আর্জেন্টিনা।

আর্জেন্টাইন টেলিভিশন সূত্রে খবর, বৃহস্পতিবার কাতারে দরজা বন্ধ (Closed Door) করে অনুশীলন করেছে আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে কোন কৌশলে খেলানো হবে, কোন পজিশনে কাকে রাখা হবে, এটা নিয়ে গত দুই দিন বিস্তর বিশ্লেষণ করেছে আর্জেন্টিনার কোচিং স্টাফ। বলছে, শুরুর একাদশে তিনটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। সৌদি আরবের বিপক্ষে শেষ দিকে ক্রিস্তিয়ান রোমেরো, পাপু গোমেজ এবং লিয়ান্দ্রো পারেদেসকে তুলে নিয়েছিলেন স্কালোনি। বদলি করে নামান লিসান্দ্রো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজকে। শেষ ১৫ মিনিটের জন্য নামানো এই তিনজনকে মেক্সিকো ম্যাচের শুরুর একাদশে রাখা হতে পারে।

কোচিং স্টাফের (Coaching Staffs) ভাবনায় আরেকটি বিকল্পও আছে। সেটি হচ্ছে বেশি পরিবর্তনের পথে না হেঁটে পাপু গোমেজের জায়গায় আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে খেলানো। ২৩ বছর বয়সী ব্রাইটন মিডফিল্ডার সৌদির বিপক্ষে বেঞ্চে বসে ছিলেন। এ ছাড়া প্রতিপক্ষ বিবেচনায় খেলার ধরনে কী পরিবর্তন আনা যায়, সেটিও নিয়েও কাজ করছে স্কালোনির দল।

তবে যা কিছুই পরিকল্পনায় বা বাস্তবায়নের পথে থাক না কেন, আজকের ‘ক্লোজড ডোর’ অনুশীলনে সেটি নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে আর্জেন্টিনা।

spot_img

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...