Thursday, January 15, 2026

সুখবর ! সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন রূপান্তরকামীরাও

Date:

Share post:

রাজ্য সরকারের নয়া পদক্ষেপ, এবার রূপান্তরকামীদের সুখবর শোনাল বাংলার সরকার (Government of Westbengal)। এবার থেকে সাধারণ মানুষের মতোই সরকারি চাকরিতে (Government Job)আবেদন করতে পারবেন রূপান্তরকামীরাও। শুক্রবার বিধানসভায় (Assembly) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)ডাকা মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet meeting) এই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। বিধানসভা সূত্রে খবর , আগামী বাজেট অধিবেশনে (Budget Session) এই সংক্রান্ত বিল আনা হবে। সেই বিল পাশ করিয়ে নয়া আইনে রূপান্তরকামীদের চাকরি দেওয়া হবে।

শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে সমাজ কল্যাণ দফতরকে ওই বিধি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। নতুন আইন প্রণয়ন হলে শিক্ষা চাকরি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে রূপান্তরকামীরা একই রকমের সুযোগ পাবেন। এই বিষয়ে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নজিরবিহীন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে ঐতিহাসিক বলেও আখ্যা দিয়েছেন তিনি। রূপান্তরকামীদের জন্য চাকরির দরজা খুলে দিল রাজ্য সরকার। খুব শীঘ্রই সরকারি চাকরির ক্ষেত্রে সাধারণ বিভাগে আবেদন করতে পারবেন রূপান্তরকামীরা। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে শুক্রবার সরকারের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত নজিরবিহীন। বাংলার রূপান্তরকামী সম্প্রদায়ের পাশে থাকার বার্তা আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের উন্নয়নে পৃথক বোর্ড গড়ে দিয়েছেন তিনি। এবার ওই সম্প্রদায়কে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে এক যুগান্তকারী পদক্ষেপ করলেন তিনি। এ প্রসঙ্গে রাজ্য সরকারের ট্রান্সজেন্ডার বোর্ডের ভাইস চেয়ারপার্সন মানবী বন্দ্যোপাধ্যায় জানান যে সরকার রূপান্তরকামীদের জন্য প্রচুর ভাল কাজের উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যেই খসড়া তৈরি হয়েছে। শুধু চাকরি নয়, রূপান্তরকামীদের স্বাস্থ্য, ঋণ, পুনর্বাসন সব বিষয়েই পদক্ষেপ করেছে সরকার।

আরও পড়ুন- নওদায়  তৃণমূল নেতা খুনে*র ঘটনায় এফআইআর দায়ের, সিবিআই তদন্তের দাবি স্ত্রীর

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...