নওদায়  তৃণমূল নেতা খুনে*র ঘটনায় এফআইআর দায়ের, সিবিআই তদন্তের দাবি স্ত্রীর

নওদায়  তৃণমূল নেতা ( TMC ) মতিরুল ইসলাম বিশ্বাসের খুনে*র ঘটনায় থানায় এফআইআর করল নিহতের পরিবার। যাঁদের বিরুদ্ধে এফআইআর  হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক ও সফিউজাম্মান শেখ। বৃহস্পতিবার নওদায় বাইকে করে যাওয়ার সময়, রাস্তা আটকে, গুলি-বোমা ছুড়ে তাঁকে খু*ন করা হয়। অভিযোগ উঠেছে নওদার ব্লক  সভাপতির বিরুদ্ধেই।

নিহতের স্ত্রী সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। যদিও এখনও দুষ্কৃতীরা অধরা।  নওদার তৃণমূল পরিচালিত নারায়ণপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা বিশ্বাসের স্বামী, এবং তৃণমূল নেতা মতিরুল ইসলাম বিশ্বাস। বৃহস্পতিবার মুর্শিদাবাদের নওদায় ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন এক নিরাপত্তারক্ষী-সহ দু’জন। তিনজন একটাই মোটরবাইকে করে ফিরছিলেন।

অভিযোগ, মাঝ রাস্তায় ওত পেতে ছিল দুষ্কৃতীরা। প্রথমে বাইক লক্ষ্য করে তারা বোমা ছোড়ে। তিন আরোহী বাইক থেকে ছিটকে পড়লে একদম কাছে এসে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাঁকে বাঁচানো যায়নি।

 

Previous articleঅপরাধীদের শাস্তি দিতে নয়া ভাবনা পুলিশের! আদালত নয় সাজা দেবে রোবটই
Next articleসুখবর ! সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন রূপান্তরকামীরাও