Friday, November 7, 2025

জামশেদপুরের বিরুদ্ধে জিততে মরিয়া লাল-হলুদ, সমর্থকদের পাশে থাকতে বললেন জর্ডান

Date:

Share post:

আগামিকাল আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। রবিবার লাল-হলুদের প্রতিপক্ষ জামশেদপুর এফসির। এই ম‍্যাচ জিততে মরিয়া স্টিফেন কনস্ট‍্যাইন্টাইনের দল। ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে তৈরি অস্ট্রেলিয়ান মিডফিল্ডার জর্ডান ও’ ডোহার্টি। জামশেদপুর পৌঁছে এমনটাই জানালেন তিনি।

জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ নিয়ে জর্ডান বলেন,”ওরা ম‍্যাচ জেতার চেষ্টা করবে। অ্যাওয়ে ম্যাচ সব সময় কঠিন। আমি কঠিন ম্যাচ আশা করছি। তবে আমরা যদি নিজেদের উপর নজর রাখি, আমরা কাজটা হাসিল করে আনতে পারব।জামশেদপুরের কিছু চোট-আঘাতের সমস্যা রয়েছে, তবে প্রতিটি দলের এই সমস্যা রয়েছে। ওদের দলে যথেষ্ট গভীরতা রয়েছে। ওদের হাতে অপশন রয়েছে চোট পাওয়া খেলোয়াড়দের পরিবর্তন করার এবং কাজটি সারার।”

ওড়িশার বিরুদ্ধে এগিয়েও থেকেও হার, এই নিয়ে জর্ডান বলেন, “এরকম একটি হার থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। আমার মনে হয় আমরা ওড়িশার বিরুদ্ধে সেরাটা খেলতে পারিনি। আমরা নিজেদের ভুল শুধরে পরের ম্যাচে নামার চেষ্টা করব।”

বার বার ব‍্যর্থ দল। তবে সমর্থকরা যে দলের অক্সিজেন, সেটা ভালো জানেন জর্ডান। শেষে ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশে জর্ডান বলেন, “আমরা অনেক বেশি শক্তি পাই যখন সমর্থকদের আমাদের সঙ্গে থাকে, বিশেষ করে অ্যাওয়ে ম্যাচে। আমাদের সমর্থকরা অনেক বেশি লড়াকু, যা আমাদের ম্যাচে সাহায্য করে। আমরা মাঠে যেরকম খেলা খেলি, আমাদের সমর্থকরা মাঠের বাইরে আর এক রকম খেলা খেলেন। আমার সব সময় মনে হয় ওরা আমাদের জন্য দারুণ কাজ করছেন।”

আরও পড়ুন:ফের বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের, ছেঁটে ফেলা হল বিরাটদের এই কোচকে

 

spot_img

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...