Tuesday, December 2, 2025

ফ্লপ সিনেমা! মিঠুনের সভাকে তীব্র কটাক্ষ ব্রাত্যর

Date:

Share post:

মেজিয়ার সভা থেকে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল (TMC) নেতা ব্রাত্য বসু (Bratya Basu)। বিজেপির (BJP) অপপ্রচার ও মিথ্যাচার থেকে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে বাঁকুড়ার মেজিয়াতে এক জনসভার আয়োজন করে তৃণমূল। ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, খাদ্য ও সরবরাহ প্রতিমন্ত্রী জোৎস্না মাণ্ডি, রাজ্য তৃণমূল সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্তী, জয়প্রকাশ মজুমদার, বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র-সহ একঝাঁক তৃণমূল নেতা ও হাজার হাজার সমর্থক।

সভা থেকে মিঠুনকে তীব্র আক্রমণ করে ব্রাত্য বলেন, “একজন এই এলাকায় এসে সভা করে গিয়েছেন, যাঁকে এখন আর সিনেমায় দেখা যায় না। যদি বাংলা সিনেমা করতেন, তাহলে বলাই যেত সেই সিনেমা চলবে না। সেই লোক এখন বাঁকুড়া পুরুলিয়া ঘুরে ঘুরে, বৃদ্ধ সিংহের মতো। সিংহের মতো বলব না, অন্য কিছু বলতে চাই কিন্তু বলতে পারছি না। এলাকার ঘুরে ঘুরে ‘ডিস্কো’ কমেন্ট করে বেড়াচ্ছেন। আমরা সবাই তাঁকে শ্রদ্ধা করি। তিনি কখনও বাল ঠাকরে, কখনও সুভাষ চক্রবর্তী, আবার কখনও মমতা বন্দ্যোপাধ্যায়, কখনও অমিত শাহ— এসব করে মানুষ তার নিজের বিশ্বাসযোগ্যতা হারায়। উনি বিধানসভা নির্বাচনে এসেছিলেন আমার কেন্দ্রে। আমি জিতে গিয়েছি। আমার পাশের বিধানসভায় গিয়েছিলেন। সেও জিতে গিয়েছে। অতএব উনি সারা বাংলা জুড়ে ঘুরুন, তাহলে সমস্ত পঞ্চায়েতেই আমরা জয়লাভ করব।”

আরও পড়ুন- গণতন্ত্রকে হ*ত্যার চেষ্টা, বিজেপির বঙ্গভঙ্গের চক্রান্ত বরদাস্ত নয়: সংবিধান দিবসে পথে প্রতিবাদে TMCP

সায়ন্তিকা উপস্থিত শ্রোতাদের ‘জয় বাংলা’ ধ্বনি দিতে বললে, গোটা মাঠ গর্জে ওঠে। কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করেন সায়ন্তিকা।

 

 

spot_img

Related articles

হরমনপ্রীতকে ছাড়াই যাদবপুরে সমাবর্তন, নতুন আয়োজনের ভাবনা বিশ্ববিদ্যালয়ের 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে বড় পরিবর্তন। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে বিশেষ ডিগ্রি প্রদান করার পরিকল্পনা...

বাজেট পরিকল্পনায় ‘দীর্ঘমেয়াদি উন্নয়ন’ জোরদার করতে উদ্যোগ রাজ্যের

আগামী ২০২৬–২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট এবার রাষ্ট্রসংঘ নির্ধারিত দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যের সঙ্গে আরও বেশি সামঞ্জস্য করে প্রণয়নের উদ্যোগ...

গ্রুপ সি -ডি’তে থাকা ‘অযোগ্য’দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

গ্রুপ সি ও ডি তে 'অযোগ্য' কারা তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই...

কোহলি ভক্ত ছেলের মাঠে অনুপ্রবেশ, রাঁচি যাচ্ছেন বাবা

নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে রবিবার রাঁচির স্টেডিয়ামে বিরাট কোহলির(Virat Kohli) কাছে পৌঁছে গিয়েছিলেন ভক্ত শৌভিক মুর্মু। আবেগ কি...