Wednesday, December 24, 2025

ডেনমার্ককে ২-১ গোলে হারাল ফ্রান্স, জোড়া গোল এমবাপের

Date:

Share post:

প্রথম ম‍্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত জয়ের পর দ্বিতীয় ম‍্যাচে ডেনমার্কের বিরুদ্ধে দুরন্ত জয় পেল ফ্রান্স। এদিন এরিকসনদের ২-১ গোলে হারাল দিদিয়ের দেশঁর দল। ফ্রান্সের হয়ে জোড়া গোল এমবাপের।

ম‍্যাচে এদিন শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। দু’প্রান্ত ব্যবহার করে আক্রমণ চালায় তারা। ম‍্যাচের বয়স বাড়তেই একের পর এক আক্রমন চালায় দিদিয়ের দেশঁর দল। পাল্টা আক্রমণে ঝাপায় ডেনমার্ক। ম‍্যাচের ২১ মিনিটে ফ্রিকিক থেকে ডান প্রান্তে ডেম্বেলেকে বল দেন গ্রিজম্যান। ডেম্বেলের ক্রস থেকে হেড করেন হাঁবিয়ে। কিন্তু ডান দিকে ঝাঁপিয়ে বল বাইরে বার করে দেন ডেনমার্কের গোলরক্ষক ক্যাসপার। এরপর একের পর আক্রমণ চালায় দেশঁর দল। কিন্তু গোলের দরজা খুলতে পারেনি তারা। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে গোলশূন‍্য।

দ্বিতীয়ার্ধের শুরুতে চাপ বাড়ানোর চেষ্টা করে ডেনমার্ক। বাঁ প্রান্ত ধরে উঠে বক্সে বল রাখেন এরিকসন। কিন্তু সেই বল কাজে লাগাতে পারেননি কোনও সতীর্থ। এরপর পাল্টা আক্রমণ চালায় এমবাপেরা। ৫৯ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন গ্রীজম‍্যান। বক্সের বাইরে বুকে রিসিভ করে বল নামিয়ে বক্সে ঢোকেন গ্রিজম্যান। সামনে গোলরক্ষক ছাড়া কেউ ছিলেন না। কিন্তু সুযোগ নষ্ট করেন তিনি। কিন্তু গোলের দরজা খুলতে বেশিক্ষণ সময় লাগেনি ফ্রান্সের। ম‍্যাচের ৬১ মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপে। তবে এই ব‍্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দেশঁর দল। ম‍্যাচের ৬৮ মিনিটে কর্নার থেকে সতীর্থের ব্যাক হেড থেকে হেডে গোল করেন ক্রিশ্চেনসন। এরপর পাঁচ মিনিটের মধ্যে ফের এগিয়ে যেতে পারত ডেনমার্ক। বক্সের মধ্যে ভাল জায়গায় বল পান ড্যামসগার্ড। তাঁর ডান পায়ের শট বাঁ দিকে ঝাঁপিয়ে বার করে দেন লরিস। নইলে চাপে পড়ে যেত ফ্রান্স। এরপই পাল্টা আক্রমণ চালায় ফ্রান্স। যারফলে ম‍্যাচের ৮৬ মিনিটে ফ্রান্সকে গোল করে ২-১ গোলে এগিয়ে দেন সেই এমবাপে।

আরও পড়ুন:জয়ে ফিরল মোহনবাগান, হায়দরাবাদ এফসিকে হারাল ১-০ গোলে

 

spot_img

Related articles

পার্থ ভৌমিকের ভাবনায় কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের অভিনব উদ্যোগ! হবু কনেদের জন্য ‘দুয়ারে বেনারসি’

হবু কনেদের জন্য অভিনব উদ্যোগ নৈহাটি (Naihati) বিধানসভার কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের। 'দুয়ারে বেনারসি' নামে চালু প্রকল্প। মুখ্যমন্ত্রী...

ভারতীয় ফুটবলে বড় ধাক্কা, মুম্বই সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে সিটি গ্রুপ!

ভারতীয় ফুটবলে বড় ধাক্কা! আইএসএলের অনিশ্চয়তার কারণে মুম্বই সিটির (Mumbai City FC) সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে প্রধান ইনভেস্টর...

সিঙ্গল বেঞ্চের রায়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের, আপাতত স্বস্তি GTA-র ৩১৩ শিক্ষকের

আপাতত স্বস্তি GTA-র ৩১৩ জন শিক্ষকের। কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) সিঙ্গল বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশের উপর...

সংবিধানকে আঘাতেও বধির প্রধানমন্ত্রী! খ্রীষ্টানদের উপর হামলায় ক্ষোভ সংগঠনের, তোপ ডেরেকের

শান্তিপূর্ণ ক্যারল গায়কদের উপর হামলা। নির্দিষ্টভাবে খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষের উপর যেভাবে একাধিক রাজ্যে হামলার ঘটনা ঘটছে এবার তার...