Sunday, November 9, 2025

আলোর নস্টালজিয়ায় ফিরছে ইতিহাস জর্জরিত বো ব্যারাক

Date:

Share post:

ইতিহাস রোমন্থিত কলকাতার (Kolkata) বো ব্যারাকের (Bow barracks)ঝলমলে দিন আজ ঠাঁই পেয়েছে স্মৃতির পাতায়। যুদ্ধ ফেরত সৈনিকের পদধ্বনি আর নেই। চেনা ছবিটা বদলেছে বেশ কয়েক বছর হয়ে গেল। তবে বছরের একদম শেষ লগ্নে ২৫শে ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি পর্যন্ত আলোয় সেজে ওঠে কলকাতা বো ব্যারাক (Bow barracks)। ভিড় করেন উৎসাহী মানুষজন। যেন ক্রিসমাসের (Christmas)সময়েই বো ব্যারাকের সোনালি দিন ফিরে আসে। নতুন বছরের বাকি দিনে আবার সেই পুরনো ছবি । তবে এবার সেই ছবিটা বদলাতে চলেছে। কারণ স্থায়ীভাবে কলকাতা বো ব্যারাককে (Bow barracks)আলোর রোশনাইতে সাজিয়ে তুলতে উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)।

প্রথম বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীর থাকার প্রধান জায়গা ছিল বো ব্যারাকের লাল রঙের দু একটি বাড়ি। এরপর অ্যাংলো ইন্ডিয়ান সোসাইটির থাকার অন্যতম জায়গা হয়ে ওঠে বো ব্যারাক রোড। বিশ্বযুদ্ধের সময় এই এলাকায় বসানো হয়েছিল ভেপার ল্যাম্প পোস্ট। সেই ল্যাম্প পোস্টের আদলেই এবার পুরোনো আমলের নকশা করা মোনোপোল ল্যাম্প পোস্ট বসানোর উদ্যোগ নিতে চলেছে কলকাতা পুরসভার বিদ্যুৎ বিভাগ (Electricity Department of Kolkata Municipal Corporation)। অ্যাংলো ইন্ডিয়ান (Anglo Indian)এই বো ব্যারাক পাড়াতে ব্লু প্লাক বসানো যায় কিনা সে ব্যাপারে কলকাতা পুরসভার সঙ্গে শীঘ্রই বৈঠকে বসবে ইনট্যাক। তবে এই পাড়ায় বসবাসকারী ১৪০ পরিবারের সঙ্গে আলোচনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ইনট্যাক। তবে প্রতিবছরের মতো এ বছরও বড়দিনে বিশেষ সাজে সাজবে বো ব্যারাক। পুরনো পরিবেশকে ফিরিয়ে আনতে চিরস্থায়ী মোনোপোল ল্যাম্প পোস্ট বসিয়ে আলো-আঁধারি পরিবেশের মাধুর্য তৈরি করতে চাইছে পুরসভা। এই প্রসঙ্গে কলকাতার মেয়র পারিষদ সন্দীপ বক্সী বলেন, “আমি নিজে এই প্রস্তাব মেয়র পারিষদের বৈঠকে রাখব।” পুরসভার আধিকারিকদের সঙ্গেও একপ্রস্থ আলোচনা হয়েছে বলেও জানা যাচ্ছে।

 

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...