Friday, November 14, 2025

আদালতে ভর্ৎসনা সিবিআইকে, ফের ১২ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত পার্থ সহ ৭জনের

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে প্রেসিডেন্সি জেলে থাকছেন।সোমবার তাঁর জেল হেফাজত শেষ হওয়ায় তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। শুধু তিনি একা নন, তাঁর সাথে ছিলেন একই মামলায় অভিযুক্ত এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য শান্তিপ্রসাদ সিনহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা সহ অন্যান্যরা।দীর্ঘদিন যাবৎ পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন করে আসছেন তাঁর আইনজীবী।আজও জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক জামিন বাতিল করে দেন এবং পার্থ- সুবীরেশ সহ সাতজনকেই ১২ ডিসেম্বর পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দেন।

এরই পাশাপাশি সিবিআইয়ের তদন্তের গতি নিয়েও আদালতে প্রশ্নের মুখে পরতে হয়।বিচারক প্রশ্ন করেন, এতদিন এত ঢিলেতালে তদন্ত করা হচ্ছে কেন?    আইনজীবী জামিনের আবেদন করার আগে প্রশ্ন তোলেন, “সিবিআইয়ের তদন্ত অফিসার নিজেই বলেছেন তিনি একা মানুষ। তিনি সামাল দিতে পারছেন না। তাদের ব্যর্থতার জন্য অভিযুক্ত কেন জেলে আটকে থাকবেন?” একইসঙ্গে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে বলেন, “পার্থর নাম এফআইআরে নেই, কোনওভাবে অভিযুক্তর তালিকায়ও তাঁর নাম নেই। অথচ ৭৫ দিন ধরে তাঁকে হেফাজতে রাখা হয়েছে।”

 

 

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...