Saturday, November 15, 2025

গ্রুপ ‘এ’ থেকে শেষ ষোলোতে নেদারল্যান্ডস এবং সেনেগাল

Date:

Share post:

বিশ্বকাপে গ্রুপ ‘এ’ থেকে শেষ ষোলোয় পৌঁছাল নেদারল্যান্ডস এবং সেনেগাল। মঙ্গলবার গ্রুপ পর্বে কাতারকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ এ-র শীর্ষে থেকে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে চলে গেল নেদারল্যান্ডস। অন্যদিকে ইকুয়েডর-সেনেগাল ম্যাচ যে দল জিতত, সেই পৌঁছে যেত শেষ ষোলোয়। এমনকি ইকুয়েডর ড্র করলেও পরের রাউন্ডে চলে যেত। কিন্তু সেই ম‍্যাচে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর রাস্তা পাঁকা করল সেনেগাল।

এদিন কাতারের বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় নেদারল্যান্ডস। যার ফলে ম‍্যাচের ২৬ মিনিটে গোল করে এগিয়ে যায় ডাচরা। নেদারল্যান্ডসকে ১-০ গোলে এগিয়ে দেন গাকপো। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি তারা। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-০।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও একই থাকে নেদারল্যান্ডসের আক্রমণের ঝাঁঝ। যার ফলে দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় কাতারের রক্ষণের ভুলে দ্বিতীয় গোল করে নেদারল্যান্ডস। এবার গোলের খাতায় নাম লেখান ফ্রেঙ্কি ডি জং। পরে নেদারল্যান্ডসের একটি গোল হ্যান্ডবলের কারণে বাতিল হয়। নইলে ব্যবধান আরও বাড়ত। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে যায় ডাচরা।

অপরদিকে গ্রুপ এ-এর অপর ম‍্যাচে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে দেয় সেনেগাল। ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় সেনেগাল। তবে পাল্টা আক্রমণ চালায় ইকুয়েডর। তবে ম‍্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি পায় সেনেগাল। আর সুযোগের স‍ৎ ব‍্যবহার করেন সার। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি তারা। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-০।

এরপর দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণ চালায় ইকুয়েডর। যার ফলে ম‍্যাচের ৬৭ মিনিটে সমতা ফেরায় তারা। ইকুয়েডরের হয়ে সমতা ফেরান কাইসেডো। তবে এরপর পাল্টা আক্রমণে ঝাঁপায় সেনেগাল। ম‍্যাচের ৬৭ মিনিটে সেনেগালকে ২-১ গোলে এগিয়ে দেন কোলিবালি। আর এই জয়ের ফলে তিন ম‍্যাচে ৬ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর রাস্তা পাঁকা করল সেনেগাল।

আরও পড়ুন:চোটের পাশাপাশি জ্বরে আক্রান্ত নেইমার, জানালেন ভিনিসিয়াস জুনিয়র

 

 

 

spot_img

Related articles

একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ এসএসসির! চাকরিপ্রার্থীদের শুভেচ্ছাবার্তা শিক্ষামন্ত্রীর

প্রকাশিত হল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা। কমিশন জানিয়েছে, প্রায় ২০ হাজার চাকরিপ্রার্থীকে নথি যাচাই এবং ইন্টারভিউয়ের জন্য...

রেকর্ড আয়েই নতুন উৎসাহে ফিরল বেঙ্গল সাফারি পার্ক

রেকর্ড আয়ের হাত ধরে নতুন উদ্যমে ভরপুর হয়ে উঠেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের...

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...