Friday, November 7, 2025

বরানগরের প্রতিবন্ধী মেডিক্যাল কলেজে ছাত্র মৃ*ত্যুর ঘটনায় অব্যাহত পড়ুয়াদের বিক্ষোভ!দুর্ভোগে রোগীরা

Date:

Share post:

২৪ ঘণ্টা কেটে গেলেও এখনও বরানগরের প্রতিবন্ধী হাসপাতালের গেট আটকে পড়ুয়াদের বিক্ষোভ অব্যাহত। এর জেরে মিলছে না হাসপাতালের কোনও পরিষেবা।। ঠিকমত চিকিৎসা না পেয়েই বাড়ি ফিরতে হচ্ছে রোগীদের। ফলে দুর্ভোগে পড়েছেন তাঁরা।কখন পরিষেবা মিলবে, তারও কোনও উত্তর দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন:ছাত্র মৃ*ত্যুর ঘটনায় উত্তাল বরানগর, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

মঙ্গলবার সকাল থেকেই বরানগরের NILD হাসপাতালের হস্টেলে ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে  উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঝুলন্ত অবস্থায় মেডিক্যাল কলেজের হস্টেলের ঘর থেকে ছাত্রকে উদ্ধার করা হয়। তবে এমার্জেন্সি সার্ভিসের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই পড়ুয়া বলে দাবি তাঁর সহপাঠীদের। এরপরই হাসপাতালের গেট আটকে শুরু হয় বিক্ষোভ।বরানগর থানার পুলিশ এলেও তাদের ঢুকতে বাধা দেয় পড়ুয়ারা।  তাঁদের অভিযোগ, হাসপাতালে জরুরি বিভাগ নেই। অ্যাম্বুলেন্স নেই। একাধিকবার পরিষেবার উন্নতি করার প্রতিশ্রুতি দিলেও তা করা হয়নি বলে দাবি বিক্ষোভকারীদের।

বুধবারও চলছে পড়ুয়াদের বিক্ষোভ। হাসপাতালের মূল গেট আটকে বিক্ষোভে শামিল পড়ুয়ারা। এদিকে দূরদুরান্ত থেকে রোগীরা এলেও তাঁরা ঢুকতে পারছেন না। গেটের বাইরে আটকে একাধিক চিকিৎসকও।আন্দোলনকারীদের দাবি, কোনও চিকিৎসক চাইলে গেটের বাইরে বসে পরিষেবা দিতেই পারেন। তার জন্য চেয়ার টেবিল যা প্রয়োজন ভিতর থেকে তা দেওয়া হবে। কিন্তু দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবেই। সব মিলিয়ে তুমুল উত্তেজনা হাসপাতাল চত্বরে।

এদিকে, মৃত ছাত্র প্রিয়রঞ্জন সিংহ-এর ঘর থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।  মৃত ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে NILD-র ৯ জন ছাত্রছাত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা রুজু হয়েছে। সেখানে কলেজের ২ সিনিয়রের নাম রয়েছে। অভিযোগ,  তারা নাকি দীর্ঘদিন ধরে প্রিয়রঞ্জনকে বিরক্ত করত। সুইসাইড নোটটি পাঠানো হচ্ছে হ্যান্ড রাইটিং বিশেষজ্ঞের কাছে।

spot_img

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...