Sunday, November 9, 2025

সন্ত্রা*স দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত: হাসিনার সঙ্গে সাক্ষাতের পর জানালেন প্রণয় ভার্মা

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

ভারতে প্রতিবেশী দেশগুলোর জন্য একটি নীতি রয়েছে। কিন্তু এক্ষেত্রে অগ্রাধিকার রয়েছে বাংলাদেশের (Bangladesh) যেকোনও ক্ষেত্রেই বাংলাদেশ সবসময় অগ্রাধিকার পেয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Prime Minister Seikh Hasina) সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাতের (Courtesy Meeting) পর একথাই বললেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা (High Commissioner Pranay Verma)। এদিন বাংলাদেশকে ভারতের ‘ভালো বন্ধু’ হিসেবে অভিহিত করে রাষ্ট্রদূত বলেন, সন্ত্রা*স দমনে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে।

পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কখনোই সন্ত্রা*সবাদকে প্রশ্রয় দেয়নি। তিনি বলেন, সন্ত্রা*সের কোনো ধর্ম ও সীমানা নেই। আওয়ামী লীগ কখনোই সন্ত্রা*সবাদকে প্রশ্রয় দেয় না এবং বাংলাদেশের মাটিকে কখনোই ব্যবহার করতে দেয় না। তবে শুধু এখানেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী। হাসিনা এদিন তিস্তা নদীর জল বন্টন চুক্তির বিষয়ে বলেন, বাংলাদেশ ও ভারত আলোচনার মাধ্যমে তিস্তা নদীর জল বণ্টনসহ সমস্ত অমীমাংসিত সমস্যা সমাধান করতে পারে। এছাড়াও ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশের ১০০টি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে আহ্বান জানান শেখ হাসিনা।

এদিন প্রণয় ভার্মা বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এদিনের বৈঠকে শেখ হাসিনা এবং ভার্মা উভয়েই দুই প্রতিবেশী দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও সহজ করতে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (CEPA) নিয়েও আলোচনা করেন। হাইকমিশনার জানান, ভারত বাংলাদেশকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সবরকম সহযোগিতা করবে। সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নেরও ভূয়সী প্রশংসা করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (Seikh Muzibar Rahman) তাঁর জীবন দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তিনি নিজেও দেশবাসীর জন্য নিজের জীবন উৎসর্গ করছেন।

spot_img

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...