Monday, January 12, 2026

বিশ্বকাপের আঁচ ময়দান মার্কেটে, নীল-সাদা জার্সিতে একটুকরো আর্জেন্টিনা

Date:

Share post:

বাঙালি মানেই ফুটবল প্রিয়। আর ফুটবলের উন্মাদনা মানে না কাঁটাতার সীমা। কখনও নেপালের তরুণ গলা ফাটায় নেইমারের জন্য আবার কলকাতার মৃগাঙ্ক জার্সিতে নাম লেখায় লিওনেল মেসি (Leonel Messi)। আর কাতারে বিশ্বকাপ (World Cup) শুরুর পর থেকেই বাঙালির চিন্তায় চেতনায় মজ্জায় মজ্জায় শুধুই ফুটবল। কলকাতা (Kolkata) ময়দান মার্কেটেও ঠিক সেরকমই ছবি দেখা গেল। বিশ্বকাপের নানা দেশের জার্সি পতাকায় কার্যত রঙিন হয়ে উঠেছে এই চত্বর। রোনাল্ডোর পর্তুগাল (Portugal) বা নেইমারের ব্রাজিল (Brazil) অথবা আর্জেন্টিনা (Argentina) বা স্পেন (Span) বিভিন্ন দেশের জার্সিতে ঢাকা পড়েছে ময়দান মার্কেট। ফুটবলপ্রেমীরা আসছেন এবং কিনছেন নিজেদের পছন্দের দেশের জার্সি।

জার্সি বিক্রেতাদের দাবি, রোনাল্ডো ও মেসির শেষ বিশ্বকাপ। তাই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি। আগের বার ব্রাজিলের জার্সির চাহিদা ছিল তুঙ্গে। কিন্তু গতবারে ব্রাজিলের জার্সির তুলনায় কয়েকগুণ বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি। একই সঙ্গে তিনি জানান, প্রথম ম্যাচ হারার পর থেকে জার্সির বিকিকিনিতে ঘাটতি পড়েছিল কিন্তু তারপরের পরপর জয়ে গ্রুপ শীর্ষে থেকে আর্জেন্টিনার নক আউট পর্বে যাওয়ায় জার্সি বাজারে যেন ফের প্রাণ ফিরেছে।

মার্কেট ঘুরে হাতে গোনা অন্য কিছু দেশের জার্সি কেনা দেখলেও বেশিরভাগই দেখা গেল আর্জেন্টিনার সমর্থকদের ভিড়। এক মেসি সমর্থক বললেন, শুধু বিশ্বকাপ দিয়ে কোন খেলোয়াড়কে বিচার করা যায় না। আমরা ছোট থেকেই মেসির ফ্যান।

সুতরাং বলাই যায়, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার মেসির শেষ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গলা ফাটাচ্ছে তামাম বাঙালি। শুধু চাহিদা একটাই, মারাদোনার হাতে ওঠা বিশ্বকাপ যেন এবার ওঠে মেসির হাতে। নীল সাদা বা বেগুনি জার্সির ছোঁয়ায় কলকাতা যেন একটুকরো আর্জেন্টিনা।

spot_img

Related articles

এক গ্রাম থেকেই ১১০০ মানুষকে SIR নোটিশ! পথ অবরোধ করে সুরাহা দাবি

এসআইআর হয়রানি যে বাংলার বৈধ ভোটারদের হয়রান করার জন্য, তার জ্বলন্ত উদাহরণ হয়ে উঠে এল পূর্ব বর্ধমানের কাটোয়ার...

৫ বছর পর পরিচালনায় ফিরছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়

ব্যক্তিগত সমস্যা, কোভিড, শারীরিক অসুস্থতা সবমিলিয়ে জেরবার ছিলেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় (Agnidev Chattopadhyay)। পরিচালনার পাঠ একপ্রকার চুকিয়েই দিয়েছিলেন...

ফের শিক্ষক নিয়োগে সুখবর: ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ

ফের শিক্ষক নিয়োগে সুখবর। নির্বাচনের আগেই ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ করবে স্কুল...

সোলানে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু নাবালকের, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু

হিমাচল প্রদেশের সোলানে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive fire incident)! সোমবার ভোরে আর্কি এলাকার এক পুরোনো বাস স্ট্যান্ডে আগুন লেগে...