Thursday, November 6, 2025

বিশ্বকাপের আঁচ ময়দান মার্কেটে, নীল-সাদা জার্সিতে একটুকরো আর্জেন্টিনা

Date:

Share post:

বাঙালি মানেই ফুটবল প্রিয়। আর ফুটবলের উন্মাদনা মানে না কাঁটাতার সীমা। কখনও নেপালের তরুণ গলা ফাটায় নেইমারের জন্য আবার কলকাতার মৃগাঙ্ক জার্সিতে নাম লেখায় লিওনেল মেসি (Leonel Messi)। আর কাতারে বিশ্বকাপ (World Cup) শুরুর পর থেকেই বাঙালির চিন্তায় চেতনায় মজ্জায় মজ্জায় শুধুই ফুটবল। কলকাতা (Kolkata) ময়দান মার্কেটেও ঠিক সেরকমই ছবি দেখা গেল। বিশ্বকাপের নানা দেশের জার্সি পতাকায় কার্যত রঙিন হয়ে উঠেছে এই চত্বর। রোনাল্ডোর পর্তুগাল (Portugal) বা নেইমারের ব্রাজিল (Brazil) অথবা আর্জেন্টিনা (Argentina) বা স্পেন (Span) বিভিন্ন দেশের জার্সিতে ঢাকা পড়েছে ময়দান মার্কেট। ফুটবলপ্রেমীরা আসছেন এবং কিনছেন নিজেদের পছন্দের দেশের জার্সি।

জার্সি বিক্রেতাদের দাবি, রোনাল্ডো ও মেসির শেষ বিশ্বকাপ। তাই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি। আগের বার ব্রাজিলের জার্সির চাহিদা ছিল তুঙ্গে। কিন্তু গতবারে ব্রাজিলের জার্সির তুলনায় কয়েকগুণ বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি। একই সঙ্গে তিনি জানান, প্রথম ম্যাচ হারার পর থেকে জার্সির বিকিকিনিতে ঘাটতি পড়েছিল কিন্তু তারপরের পরপর জয়ে গ্রুপ শীর্ষে থেকে আর্জেন্টিনার নক আউট পর্বে যাওয়ায় জার্সি বাজারে যেন ফের প্রাণ ফিরেছে।

মার্কেট ঘুরে হাতে গোনা অন্য কিছু দেশের জার্সি কেনা দেখলেও বেশিরভাগই দেখা গেল আর্জেন্টিনার সমর্থকদের ভিড়। এক মেসি সমর্থক বললেন, শুধু বিশ্বকাপ দিয়ে কোন খেলোয়াড়কে বিচার করা যায় না। আমরা ছোট থেকেই মেসির ফ্যান।

সুতরাং বলাই যায়, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার মেসির শেষ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গলা ফাটাচ্ছে তামাম বাঙালি। শুধু চাহিদা একটাই, মারাদোনার হাতে ওঠা বিশ্বকাপ যেন এবার ওঠে মেসির হাতে। নীল সাদা বা বেগুনি জার্সির ছোঁয়ায় কলকাতা যেন একটুকরো আর্জেন্টিনা।

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...