Monday, August 25, 2025

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ বেয়ার গ্রিলসের

Date:

Share post:

Man vs Wild-এর মাধ্যমে গোটা বিশ্বে বিপুল জনপ্রিয়তা লাভ করা বেয়ার গ্রিলসকে(Bear Grylls) এবার দেখা গেল যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে(Ukraine)। সেখানকার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির(Volodymyr Zelenskyy) সঙ্গে সাক্ষাত করলেন তিনি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, গ্রিলস এবং জেলেনস্কির উপস্থিতিতে টিভির পর্দায় এবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ছবি ফুটে উঠতে চলেছে।

সংবাদমাধ্যম সূত্রের খবর, ইউক্রেনের রাজধানী কিয়েভে জেলেনস্কির সঙ্গে সাক্ষাত করেন ব্রিটিশ কমান্ডো তথা Man vs Wild এর সঞ্চালক বেয়ার গ্রিলস। তাঁদের সেই সাক্ষাতের ছবির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় গ্রিলস লেখেন, “চলতি সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কিছু সময় কাটানোর সৌভাগ্য হয়েছে। এই অভিজ্ঞতা অভূতপূর্ব। যুদ্ধের মাঝেই শীতের মরশুমের মুখোমুখি হতে চলেছে দেশটি। কিন্তু পরিকাঠামোয় লাগাতার হামলার জন্য লক্ষ লক্ষ মানুষকে বেঁচে থাকার প্রবল লড়াই চালাতে হচ্ছে।” একইসঙ্গে তিনি আরও লেখেন, জেলেনস্কির এই লড়াই শীঘ্রই দেখানো হবে টিভির পর্দায়। ‘I got so much more’ শীর্ষক প্রোগ্রামে উঠে আসবে অনেক অজানা তথ্য। এই প্রোগ্রামে জেলেনস্কির সম্পূর্ণ অজানা দিক বিশ্বের সামনে উঠে আসবে। আমি তাঁর (জেলেনস্কি) কাছে জানতে চাই কীভাবে তিনি এত কিছু সামলাচ্ছেন।

উল্লেখ্য, Man vs Wild অনুষ্ঠানে এর আগে একাধিক রাষ্ট্রনেতাদের সঙ্গে দেখা গিয়েছে জনপ্রিয় এই সঞ্চালককে। তাঁর এই অনুষ্ঠানে দেখা গিয়েছে, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তবে, রাশিয়ার সঙ্গে যুদ্ধের আবহে জেলেসস্কির সঙ্গে গ্রিলসের সাক্ষাৎ সম্পূর্ণ অন্যমাত্রা পেয়েছে। গ্রিলস-জেলেনস্কি জুটিকে এক সঙ্গে দেখার জন্য অনেকেই প্রবল আগ্রহ প্রকাশ করেছেন এই অনুষ্ঠানের দর্শকরা।

spot_img

Related articles

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...