Tuesday, November 11, 2025

এসএসকেএমের ট্রমা কেয়ারে ভাঙচুর: সিনিয়র ডাক্তারদের রাতে থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এসএসকেএমের ট্রমা কেয়ার ভাঙচুর হতেই অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে দিল্লি সফরের আগে মুখ্যমন্ত্রী বলেন, আমি গোটা ঘটনাটা শুনেছি। জুনিয়র ডাক্তারদের হেনস্তা করা হয়েছে। এ ভাবে হাসপাতালে ঢুকে পড়ে ভাঙচুর করা, জুনিয়র ডাক্তারদের মারধর করা উচিত হয়নি। পাশাপাশি তিনি এও জানান, রাতে একজন হলেও সিনিয়র ডাক্তার থাকতে হবে।

আরও পড়ুন:নবান্ন যাওয়ার আগেই এসএসকেএম-এ মুখ্যমন্ত্রী, খোঁজ নিলেন কিংবদন্তি চিত্র পরিচালকের স্বাস্থ্যের

রবিবার মাঝরাতে এসএসকেএম হাসপাতালে গুরুতর আহত অবস্থায় মহম্মদ ইরফান নামের এক যুবককে নিয়ে আসা হয়। ইরফান হুগলির চুঁচুড়ার বাসিন্দা। এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ইরফানকে নিয়ে আসার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পরই মৃত্যুর কারণ তথা ডেথ সার্টিফিকেট লেখা গিয়ে গোলমাল শুরু হয়।এমনকি বচসা এতটাই চরমে পৌঁছয় যে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভাঙচুর চালিয়ে মৃতদেহ নিয়ে চলে যান মৃতের পরিবারের লোকজন। এই ঘটনায় মুখ্যমন্ত্রী জানান,  “চিকিৎসকরা তাঁদের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে গিয়েছেন। আমাদের ট্রমা সেন্টারে অন্যতম সেরা। আমি পিজির সুপারকে ফোন করে চিকিৎসকদের জন্য সরি বলেছি।”

রবিবার মধ্যরাতে এসএসকেএম হাসপাতালে গুরুতর জখম অবস্থায় নিয়ে আসা হয়েছিল মহম্মদ ইরফান নামের এক যুবককে। তিনি হুগলির চুঁচুড়ার বাসিন্দা। তাঁকে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পর মৃত্যুর শংসাপত্র লেখা গিয়ে গোলমাল বাধে।

সূত্রের খবর, রোগীর মৃত্যুর শংসাপত্র লেখার সময় ট্রমা কেয়ার সেন্টারের চিকিৎসকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন রোগীর আত্মীয়রা। কর্তব্যরত ৪ জন চিকিৎসককে মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি ট্রমা কেয়ার সেন্টারের চেয়ার, টেবিল ভাঙচুর করা হয়। হামলা চালানো হয় এক্স-রে মেশিনের উপরেও।

উত্তেজনার খবর পেতেই  ঘটনাস্থলে আসে ভবানীপুর থানার পুলিশ। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...