Monday, January 12, 2026

মুসলিম মহিলাদের নির্বাচনে দাঁড়ানো ইসলাম বিরোধী, ইমামের বক্তব্যে বিতর্ক

Date:

Share post:

মুসলিম মহিলাদের(Muslim Woman) নির্বাচনে দাঁড়ানো ইসলাম বিরোধী। সম্প্রতি এমনই মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন আমেদাবাদের(Ahmedabad) জামা মসজিদের(Jama Mosque) শাহী ইমাম শাব্বির আহমেদ সিদ্দিকি(Sabbir Ahmed Siddiqi)। তাঁর দাবি, মহিলারা প্রার্থী হলে হিজাব সংস্কৃতি নষ্ট হবে। রাজনৈতিক দলগুলি অসৎ উদ্দেশ্য নিয়েই মুসলিম মহিলাদের প্রার্থী করে।

এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে আমেদাবাদের জামা মসজিদের ওই ইমাম বলেন, “যারা মুসলিম মহিলাদের নির্বাচনের টিকিট দেন তাঁরা ইসলাম বিরোধী। তাঁরা ইসলাম ধর্মকে দুর্বল করার চেষ্টা করছে। পুরুষের কি অভাব পড়েছে যে মহিলাদের টিকিট দিতে হবে?” পাশাপাশি ওই ইমামের বক্তব্য, “আপনি যদি মহিলাদের বিধায়ক, মন্ত্রী বা কাউন্সিলর বানান, তাহলে হিজাবের দাবি দুর্বল হয়ে যাবে। তখন সরকার বলবে আপনাদের মেয়েরাই তো সংসদ, বিধানসভা, পুরসভায় বসে আছেন। মহিলারা ভোটের প্রার্থী হলে তাঁদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে। সবার সঙ্গে কথা বলতে হবে। সব ধর্মের পুরুষের সঙ্গে কথা বলতে হবে, সেটা ইসলাম বিরোধী।”এই ঘটনার প্রতিবাদে সরব হতে তাঁর আর দাবি, “কেন মহিলাদের প্রার্থী করা হচ্ছে? মুসলিম মহিলাদের টিকিট দেওয়াটা আসলে রাজনৈতিক দলগুলির ষড়যন্ত্র। ওরা ভাবে এখন মহিলারাই গোটা পরিবারকে নিয়ন্ত্রণ করে। একজন মহিলাকে নিয়ন্ত্রণ করতে পারলেই গোটা পরিবারকে নিয়ন্ত্রণ করা যাবে।”

ওই ইমামের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, গোটা বিশ্ব যখন হিজাব বর্জনের পথে হাঁটছে। ইরানের মতো দেশে যেখানে হিজাবের বিরুদ্ধে জোরালো আন্দোলন শুরু হয়েছে, সেখানে ভারতের মতো দেশে হিজাব নিয়ে এই কট্টরপন্থা কতদূর সমর্থনযোগ্য?

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...